লক্ষ লক্ষ টাকা রোজগার হবে এই চাষে! উপায় জেনে এখনই শুরু করুন

লক্ষ লক্ষ টাকা রোজগার হবে এই চাষে! উপায় জেনে এখনই শুরু করুন

শুধুমাত্র চাকরি কিংবা ব্যবসা নয়, কৃষিকাজ করেও দারুন উপার্জন করা সম্ভব৷ এই রাস্তাকে আরও সহজ করে দিচ্ছে কৃষিক্ষেত্রে নতুন প্রযুক্তির ব্যবহার৷ আঙুরের ক্ষেত থেকে লক্ষ লক্ষ টাকা আয় করছেন এক ব্যবসায়ী৷ রাজস্থানের কৃষক রঘুবীর সাইন আঙুর চাষ করেই বছরে ১০ থেকে ১৫ লক্ষ টাকা আয় করছেন৷

রাজস্থানের পুরো এলাকাটিতেই ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক বাগান৷ এলাকার বেশিরভাগ মানুষই চাষাবাদের সঙ্গে যুক্ত৷ তাঁদের দেখেই রঘুবীরের আঙুর চাষের ভাবনা মনে আসে৷ কিন্তু অন্য সবকিছু ছেড়ে হঠাৎ আঙুর চাষের কথা ভাবলেন কেন?

রঘুবার সাইন জানালেন, প্রথমে তিনি তার জমিতে সরষে, ছোলা ও গম চাষ করতেন৷ কিন্তু আশপাশের কৃষকেরা স্বল্প খরচে বাগান করে ভাল লাভ করছিলেন৷ তাঁদের দেখেই বাগান করার সিদ্ধান্ত নেন রঘুবীর সেইন৷ শুরুতেই নাসিক থেকে আঙুরের লতা কিনে এনে চাষ করেন রঘুবীর।

তাছাড়া ফল হিসেবে বাজারে আঙুরের প্রচুর চাহিদা৷ দেশের বিভিন্ন মদের কারখানাতেও আঙুরের চাহিদা রয়েছে। ফলে আঙুর চাষে লাভ প্রচুর৷ অন্যদিকে, চাষের কাজে সম্পূর্ণভাবে জৈবসার ব্যবহার করেন এই কৃষক৷ তাই তার বাগানের আঙুর বিকোচ্ছে বেশি দামে৷ এখন এই আঙুরের দাম প্রতি কেজি ৪০ টাকা৷

(Feed Source: news18.com)