ফিফার পর এবার অস্কারের মঞ্চ! পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দীপিকা

ফিফার পর এবার অস্কারের মঞ্চ! পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দীপিকা

চলতি মাসের ১২ তারিখ মার্কিন যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসতে চলেছে ৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠান। অনুষ্ঠানটি মোট ১৬ জন তারকা উপস্থিত থাকবেন। তাদের মধ্যেই নিজের নাম রাখতে পেরেছেন দীপিকা। সোশ্যাল মিডিয়ায় অনুগামীরা দীপিকাকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন।

 স্ত্রীকে শুভেচ্ছা জানালেন রণবীর

স্ত্রীকে শুভেচ্ছা জানালেন রণবীর

শুধু তাই নয়, অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের স্বামী রণবীর সিংও ডিভাকে সোশ্যাল মিডিয়ায় একটি হাততালির ইমোজি শেয়ার করেছেন। এই অনুষ্ঠানে দীপিকা এমিলি ব্লান্ট, স্যামুয়েল এল জ্যাকসন, ডয়েন জনসন, মাইকেল জর্ডন, রিচ আহমেদের সঙ্গে অস্কার অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন ভারতীয় নায়িকা দীপিকা পাড়ুকোন।

ফিফাতেও উপস্থিত ছিলেন বলি ডিভা

ফিফাতেও উপস্থিত ছিলেন বলি ডিভা

দক্ষিনী পরিচালক এস এস রাজামৌলের ‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’ গানটি সেরা মৌলিক গানের বিভাগে অস্কারে মনোনীত হয়েছে। এছাড়াও ‘অল দ্যাট ব্রিদস’ এবং ‘দ্যা অ্যালিফ্যান্ট হইসপার্স’-দুটি ভারতীয় তথ্যচিত্র অস্কার মনোনয়নের তালিকায় রয়েছে। এবার দেখার বিষয় অভিনেত্রী দীপিকা কাদের হাতে পুরস্কার তুলে দেন। দীপিকা কিন্তু ডিসেম্বর মাসের ১৮ তারিখ ফিফা বিশ্বকাপে লুসেল স্টেডিয়ামে ট্রফি উদ্বোধন করেছিলেন।

পাঠানে সাফল্য অর্জন করেছিলেন অভিনেত্রী

পাঠানে সাফল্য অর্জন করেছিলেন অভিনেত্রী

বক্স অফিসে দারুন সাফল্য পেয়েছে দীপিকা ও শাহরুখ অভিনীত পাঠান সিনেমাটি। ‘বাহুবলী ২’ কেও হারিয়ে দিয়েছে পাঠান। বলিউডে এই প্রথম কোনও সিনেমা প্রথম সপ্তাহে এত আয় করল। সিনেমাটি চলতি বছরের ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে। ছবিটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। সিনেমাটিতে অভিনয় করেছেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, আশুতোষ রানা ও ডিম্পল কাপাডিয়া।পাঠান সিনেমাটি মুক্তির আগেই কিন্তু টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছিল। জানুয়ারি মাসের ২০ তারিখ থেকে হলের টিকিট বুক করতে শুরু করে দিয়ে ছিলেন সিনেমা প্রেমীরা।

উল্লেখ্য, পাঁচ বছর পর পাঠান সিনেমা দিয়ে আবারও বড় পর্দায় ফিরেছেন শাহরুখ খান। সিনেমাটি পরিচালনা করেছিলেন সিদ্ধার্থ আনন্দ। দীপিকা ও শাহরুখ ছাড়াও এই সিনেমায় দেখা মিলবে জন আব্রাহামের। ২৫ জানুয়ারিতে সিনেমাটি মুক্তি পাবে। ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ১- শিবা সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা গেছে কিং খানকে। বর্তমানে পাঠান সিনেমার প্রথম ‘বেশরম রঙ’ গানে দীপিকার গেরুয়া রঙের পোশাক পরা নিয়ে নানান বিতর্ক সৃষ্টি হয়েছে। যদিও তারই মাঝে এই সিনেমার দ্বিতীয় গান কিন্তু মুক্তি পেয়েছে।

(Feed Source: oneindia.com)