‘দেশপ্রেম আমার কাছে একটা বুজরুকি’, অপারেশন সিঁদুর সফল হতেই কবীর সুমনের গলায় অন্য সুর!
কলকাতা: তিনি সবসময়েই নিজের মতাদর্শ নিয়ে বাঁচেন। অন্যের মতাদর্শ তিনি কোনোদিনও বিশ্বাস করেন না। বর্তমানে একটা গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে দেশ। কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পাল্টা প্রত্যাঘাত করেছে ভারত। ‘অপারেশন সিঁদুর’-এ ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ৯টি পাক জঙ্গি ঘাঁটি। বৃহস্পতিবার মধ্যরাতে পাকিস্তান হামলাও চেষ্টা করে ভারতের ওপর। কিন্তু সেই হামলা রুখে দেয় ভারত। কিন্তু বর্তমানে গোটা দেশ ফুটছে উত্তেজনায়। পরিস্থিতি যে কোনদিকে যেতে পারে, সেই প্রমাদ গুনছে সবাই। গোটা ভারত চাইছে পাকিস্তানকে যোগ্য জবাব দিতে। কিন্তু এই ভারত পাকিস্তান…






