‘বহুরূপী’ দেখে মুগ্ধ কৌশিক গঙ্গোপাধ্যায়, শিবপ্রসাদ-নন্দিতার উদ্দেশে লিখলেন খোলা চিঠি
কলকাতা: ছবি মুক্তির সময় তিনি কলকাতায় থাকতে পারছেন না, তাই মনে করেছিলেন, ছবিটা বোধহয় তাঁর দেখাই হবে না। তবে সেই আফশোস রাখতে দেননি নন্দিতা রায় (Nandita Roy) আর শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee)। তাঁরাই ব্যবস্থা করেছিলেন ছবি দেখার। আর তাঁদের তৈরি দ্বিতীয় থ্রিলার দেখে মুগ্ধ, অভিভূত পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)। পরিচালকদ্বয়ের উদ্দেশে কী বার্তা লিখলেন তিনি? সোশ্যাল মিডিয়ায় ‘বহুরূপী’-র ছবি পোস্ট করে কৌশিক গঙ্গোপাধ্যায় লিখেছেন, কাবেরী অন্তর্ধানের জন্য জাতীয় পুরস্কার নিতে দিল্লী যাব বলে ৮ তারিখ কোনো প্রিমিয়ারেই নতুন…