শিরদাঁড়ার হাড়ে চিড়, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও শ্যুটিং শুরু করতে পারবেন না শিবপ্রসাদ

শিরদাঁড়ার হাড়ে চিড়, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও শ্যুটিং শুরু করতে পারবেন না শিবপ্রসাদ

কলকাতা: শ্যুটিং সেটে অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে দুর্ঘটনা, ভর্তি থাকতে হয়েছিল হাসপাতালে। বিপদ সামলে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন পরিচালক অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee)। তাঁর নতুন ছবি ‘বহুরূপী’ (Bohurupi)-র শ্যুটিং চলছিল কলকাতায়। সেখানেই একটি অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে কোমরে চোট লাগে অভিনেতার। আজ হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের জন্য সেই খবর শেয়ার করে নিয়েছেন শিবপ্রসাদ।

আজ সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি পোস্ট করে শিবপ্রসাদ লিখেছেন, ‘শুভ সকাল। বহুরূপী-র সেটে অ্যাক্সিডেন্টের ধাক্কা সামলে বাড়ি ফিরলাম। অসংখ্য ধন্যবাদ মেডিকা সুপারস্পেশালিটি হসপিটাল-এর অ্যাডমিনিস্ট্রেশন, মেডিকেল স্টাফ এবং ডাক্তারদের। এই কদিনে আমার প্রিয় ফিল্ম ইন্ডাস্ট্রির বহু মানুষ দেখা করতে এসেছেন। নিয়মিত খোঁজ নিয়েছেন। এবং পেয়েছি অসংখ্য শুভেচ্ছাবার্তা। আশা করি আপনাদের ভালবাসায় ও মঙ্গল কামনায় দ্রুত সুস্থ হয়ে উঠব। আপাতত শ্যুটিং কিছুদিনের জন্য বন্ধ, কিন্তু কবে কাজে ফিরব সেই আশায় দিন গুনছি।’

ঠিক কী হয়েছিল পরিচালক অভিনেতার? পরিবার সূত্রে জানা যাচ্ছে, একটি অ্যাকশন দৃশ্যের শট দিতে গিয়েছিলেন শিবপ্রসাদ। ওপর থেকে লাফ দেওয়ার একটি দৃশ্য ছিল। ‘বহুরূপী’ মূলত থ্রিলার, সেখানে কমবেশি অ্যাকশন রয়েছেই। তবে এই শটটি দিতে গিয়েই পড়ে যান অভিনেতা, কোমরে আঘাত লাগে তাঁর। হাসপাতালে নিয়ে গেলে, পরীক্ষা করে দেখা যায়, শিবপ্রসাদের শিরদাঁড়া এলওয়ান ও এলটু হাড়ে চিড় ধরেছে। যেহেতু কোমর ফলে প্লাস্টার করা সম্ভব নয়। পরিচালক অভিনেতাকে অন্তত ৬ সপ্তাহের বেডরেস্টের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। বিশ্রাম নেওয়াই একমাত্র তাড়াতাড়ি সেরে ওঠার উপায় বলে মনে করছেন তাঁরা।

এই পরিস্থিতিতে আপাতত ১ মাস পিছনো হয়েছে ছবির শ্যুটিং। বহুরূপী তাঁদের কেরিয়ারের সবচেয়ে বিগ বাজেট ছবি। ৭৩টি লোকেশনে শ্যুটিং হওয়ার কথা ছিল। এখনও পর্যন্ত ছবির প্রায় ৪৫ শতাংশ শ্যুটিংই বাকি। এই ছবির মুখ্যভূমিকায় রয়েছেন আবির চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায় ও অন্যান্যরা। এতজন অভিনেতা অভিনেত্রীদের শ্যুটিং ডেট ফের ঠিক করা নিয়ে চিন্তায় রয়েছে প্রযোজনা সংস্থা।

(Feed Source: abplive.com)