
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রসেনজিত্-ঋতুপর্ণা (Prosenjit Chatterjee Rituparna Sengupta) বলতেই প্রথম যে গানটা মাথায় আসে, তা হল ‘চোখ তুলে দেখো না কে এসেছে’। সময় পেরিয়েছে ২৫ বছর আজও সমান জনপ্রিয় সেই গান। শুধু গান নয়, যে সিনেমায় এই গানটি ছিল, সেটিও সমান জনপ্রিয় কারণ এই ছবির হাত ধরে বদলে গিয়েছিল টলিউডের অর্থনীতি। ছবির নাম ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ (Sasurbari Zindabad Re-release)। দীর্ঘ ২৫ বছর পর ফের বড়পর্দায় হরনাথ চক্রবর্তী পরিচালিত, এসভিএফ (SVF) প্রযোজিত এই ছবি। এই খবরে উচ্ছ্বসিত প্রসেনজিত্ চট্টোপাধ্যায়। জানা যায় ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত সেই ছবি আয় করেছিল প্রায় পৌনে ২ কোটি।
জি ২৪ ঘণ্টা ডিজিটালের তরফে প্রসেনজিতের সঙ্গে যোগাযোগ করা হলে অভিনেতা বলেন কীভাবে সেই এই ছবি বাংলা ইন্ডাস্ট্রির নতুন দিগন্ত খুলে দিয়েছিল। তিনি বলেন, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ পুনরায় মুক্তি পাচ্ছে, ২৫ বছর পরে। আমি খুব খুশি, সত্যিই খুশি। এটা সবার জন্য একটা খুশির খবর, যে সময়ে আমরা একটা শ্বশুরবাড়ি করেছিলাম, তখন বাংলা সিনেমার একটা ভিন্ন সময় ছিল। এই ছবিটা, শুধু ব্যবসায় ভালো করেনি, সেই সময়ে শ্বশুরবাড়ি জিন্দাবাদ একটা নতুন পথ খুলে দিয়েছিল বাংলা ছবির জন্য, বাংলা ছবির নয়া অর্থনীতি তৈরি হয়। এবং আমার মনে হয় এটা কোথাও না কোথাও ইতিহাস হয়ে থাকবে, কারণ এটা ছিল অনেক বড় পরিবর্তন। আর আমার খুব ভালো লাগছে, যে আজকের দিনে দাঁড়িয়ে ২৫ বছর পর জামাইষষ্ঠীর সময়, এই ছবি যার গান এখনও একইরকম জনপ্রিয়, এই ছবিটা আবার বড় পর্দায় মুক্তি পাচ্ছে , আমার আন্তরিক শুভেচ্ছা’।
প্রসেনজিত্ চট্টোপাধ্যায় আরও বলেন, শ্বশুরবাড়ি জিন্দাবাদ-এর সঙ্গে প্রথম দিন থেকে যারা যুক্ত ছিলেন, বিশেষ করে হরনাথ চক্রবর্তী, একজন অসাধারণ পরিচালক। আমরা কিছুদিন আগেও একটা ছবি করেছি, সেটা আমাদের ৫০ তম ছবি। তাই আমার মনে হয় শ্বশুরবাড়ি জিন্দাবাদ, বাংলা ছবির ক্ষেত্রে নিশ্চিতভাবেই একটা টার্নিং পয়েন্ট ছিল এবং এটা ইতিহাসের অংশ হয়ে থাকবে। তাই আমি মনে করি, বাংলার দর্শকরা, যারা হয়তো শ্বশুরবাড়ি জিন্দাবাদ নামটা শুনেছেন, তারা যদি ছবিটা দেখেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তারা এই ছবিটা ভীষণ উপভোগ করবেন’। আগামী ৩০ মে জামাইষষ্ঠীতে মুক্তি পেতে চলেছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’।
(Feed Source: zeenews.com)
