Tollywood: বড়দিনে শো-এর লড়াই নয়, শো ভাগের ঐক্য! উৎসবে সর্বোচ্চ ৩ বাংলা ছবি মুক্তির সিদ্ধান্ত স্ক্রিনিং কমিটির…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পুজোয় একসঙ্গে চারটে ছবি মুক্তির ফলে শো পাওয়া নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। কোনোছবিই কাঙ্খিত ব্যবসা করতে পারেনি। আগামী ছুটি অর্থাৎ বড়দিনেও পাঁচটা বাংলা ছবি মুক্তির কথা ছিল। তবে রবিবার বাংলা ছবির স্ক্রিনিং কমিটির বৈঠকে ঠিক হয়েছে, যেকোনো বিশেষদিনে বা উৎসবে সর্বোচ্চ তিনটে ছবি মুক্তি পাবে, যাতে সব বাংলা ছবিই ভালো সংখ্যক শো পায়। মিটিং শেষে ইমপা-র সভাপতি পিয়া সেনগুপ্ত জানান,’সকল প্রযোজকের উপস্থিতিতে ঠিক হয়েছে যে বড়দিনে তিনটে বাংলা ছবি মুক্তি পাবে। বাকি ছবিগুলো কোন তারিখে…

