পর্দায় জীবন্ত হবেন রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্র! সাহিত্য আর ইতিহাসের মিশেলে নয়া ছবির ঘোষণা শুভ্রজিত
কলকাতা: নতুন বছরে তিনি যে নতুন সিনেমা আনবেন, সেই ইঙ্গিত দিয়েছিলেন আগেই। আর, বছরের প্রথমদিনে তিনি প্রকাশ্যে আনলেন তাঁর নতুন ছবি ‘মায়ামৃগয়া’-র পোস্টার। শুভ্রজিৎ মিত্র (Subhrajit Mitra) যে ইতিহাস ও সাহিত্যনির্ভর ছবি করতে ভালবাসেন, তা তিনি নিজের কাজ দিয়েই বারে বারে প্রমাণ করে দিয়েছেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরে, এবার রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Thakur) ইতিহাসনির্ভর সিনেমা তৈরি করতে চলেছেন তিনি। রবীন্দ্র উপন্যাস, ‘দুই বোন’ অবলম্বনে পর্দায় নতুন কাহিনী বুনবেন শুভ্রজিৎ। সাদায় কালোয় সেই সিনেমার পোস্টার প্রকাশ্যে আনলেন পরিচালক। পোস্টারে…










