পর্দায় জীবন্ত হবেন রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্র! সাহিত্য আর ইতিহাসের মিশেলে নয়া ছবির ঘোষণা শুভ্রজিত

পর্দায় জীবন্ত হবেন রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্র! সাহিত্য আর ইতিহাসের মিশেলে নয়া ছবির ঘোষণা শুভ্রজিত

কলকাতা: নতুন বছরে তিনি যে নতুন সিনেমা আনবেন, সেই ইঙ্গিত দিয়েছিলেন আগেই। আর, বছরের প্রথমদিনে তিনি প্রকাশ্যে আনলেন তাঁর নতুন ছবি ‘মায়ামৃগয়া’-র পোস্টার। শুভ্রজিৎ মিত্র (Subhrajit Mitra) যে ইতিহাস ও সাহিত্যনির্ভর ছবি করতে ভালবাসেন, তা তিনি নিজের কাজ দিয়েই বারে বারে প্রমাণ করে দিয়েছেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরে, এবার রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Thakur) ইতিহাসনির্ভর সিনেমা তৈরি করতে চলেছেন তিনি। রবীন্দ্র উপন্যাস, ‘দুই বোন’ অবলম্বনে পর্দায় নতুন কাহিনী বুনবেন শুভ্রজিৎ। সাদায় কালোয় সেই সিনেমার পোস্টার প্রকাশ্যে আনলেন পরিচালক।

পোস্টারে দেখা যাচ্ছে, বীণা আর বাঁশি নিয়ে বসে ২ নারী। তাঁদের ঘিরে রয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু আর একজন অজ্ঞাত পরিচয় পুরুষ। ‘২ বোন’ আর এক পুরুষের মধ্যে গড়ে ওঠা এক ত্রিকোণ সম্পর্ককে তুলে ধরবে এই সিনেমা। পরিচালক ইঙ্গিত দিয়েছেন, এই সিনেমায় বাঙালির ২ কিংবদন্তি, রবীন্দ্রনাথ ঠাকুর ও নেতাজি সুভাষচন্দ্র বসুর চরিত্র থাকবে। এই ২ চরিত্রে কাকে দেখা যাবে, তা নিয়ে অনুরাগীদের মধ্যে স্বভাবতই আগ্রহ রয়েছে। এই ছবির হাত ধরে ফের ‘ব্ল্যাক অ্যান্ট হোয়াইট’ সময়কে ফিরিয়ে আনার চেষ্টা করছেন পরিচালক। সেই কারণেই তিনি পোস্টারে কোনও রঙের ব্যবহার করেননি। তবে পরিচালক জানিয়েছেন যে, তাঁর অন্য ছবিগুলির মতো, এই ছবি ও হবে তারকাখচিত। থাকবেন ২ নায়িকা। তবে ছবির কাস্টিং এখনই চূড়ান্ত করে জানাতে চান না পরিচালক। ১৯৩০ সালকে পর্দায় তুলে ধরবেন শুভ্রজিৎ এমনটাই জানা যাচ্ছে।

ছবির ২ নায়িকার নাম, শর্মিলা আর ঊর্মিমালা, আর এই ২ বোনের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক পুরুষ, শশাঙ্ক। যিনি নারীর মধ্যে খুঁজতে চান ২ সত্ত্বা, মা ও প্রেমিকা। এছাড়াও নিরোদ, রাজরাম বাবু ও রবীন্দ্রনাথ ঠাকুরও এই গল্পের গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন। পরিচালক ছবি সম্পর্কে বলছেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের ২ বোন উপন্যাসটি আজও সমানভাবে প্রাসঙ্গিক। এই চলচ্চিত্রে ইতিহাস কেবল প্রেক্ষাপট নয়, চরিত্রের একটা অংশ। স্বাধীনতা আন্দোলন, সামাজিক আন্দোলন আর ব্যক্তিগত প্রেম.. সবকিছুই জায়গা করে নিয়েছে চিত্রনাট্যে। ছবিটি মুক্তি পাবে চলতি বছরের শীতে।

(Feed Source: abplive.com)