Arun Roy: দেবের ‘বাঘাযতীন’ মুক্তির আগেই দুঃসংবাদ, ক্যানসারে আক্রান্ত পরিচালক অরুণ রায়…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার পুজোয় দেশ প্রেম নিয়ে পর্দায় ফিরছেন দেব(Dev)। এবার যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের(Jatindranath Mukherjee) চরিত্রে ধরা দেবেন দেব(Dev)। তাঁর আগামী ছবি অরুণ রায়(Arun Roy) পরিচালিত ‘বাঘা যতীন’(Bagha Jatin)। এই প্রথম একইসঙ্গে বাংলা ও হিন্দিতে মুক্তি পাবে দেবের ছবি। স্বাধীনতা দিবসের আগের দিন বাংলা ভাষায় সামনে এসেছে সেই ছবির টিজার। স্বাধীনতা দিবসের দিন হিন্দিতে রিলিজ হয় ছবির টিজার। এই টিজার ইউটিউবে দেখে ফেলেছেন প্রায় সাড়ে ৪ লক্ষের বেশি মানুষ। গত বছর স্বাধীনতা দিবসে(Independence Day) এই ছবির ঘোষণা…