পোস্তা উড়ালপুল দুর্ঘটনা ফের জীবন্ত পর্দায়!’কলকাতা চলন্তিকা’-র ট্রেলার প্রকাশ্যে
#কলকাতা: ২০১৬-র ৩১ মার্চ। রোজকার মতোই নিজের চলনে ব্যস্ত শহর কলকাতা। একই ব্যস্ততা শহর এবং শহর সংলগ্ন এলাকার আনাচে কানাচে। অন্যদিনের গতির মতোই গড়াচ্ছে বেলা। এমনই এক সাধারণ দিনেই হঠাৎ আর্তনাদে কেঁপে উঠেছিল গোটা বাংলা। হঠাৎই পোস্তা উড়ালপুল ভেঙে পড়েছিল সেদিন। এক লহমায় বদলে গিয়েছিল সব কিছু। ভেঙে পড়া উড়ালপুলের ধ্বংসাবশেষ সরাতেও লেগেছিল দীর্ঘদিন। এবার সেই বিভীষিকায় ভরা স্মৃতি উঠে আসবে পরিচালক পাভেলের ছবি ‘কলকাতা চলন্তিকা’-য়। শনিবার মুক্তি পেল সেই ছবির ট্রেলার। ঘণ্টা খানেকের মধ্যে ট্রেলার সাড়া ফেলেছে। সেই…