Australian Fast bowler Henry Thornton: ম্যাচ চলাকালীন মারাত্মক খাদ্য-বিষক্রিয়া! কানপুরের হাসপাতালে ভয়ংকর অবস্থা অস্ট্রেলিয়ান ক্রিকেটারের…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের মাটিতে চলছে ভারত ‘এ’ বনাম অস্ট্রেলিয়া ‘এ’-র (India A vs Australia A) একদিনের সিরিজ। মাঠে যখন জমজমাট লড়াই, তখনই মাঠের বাইরে ছড়াল উদ্বেগ! হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন অস্ট্রেলিয়ার তরুণ ফাস্ট বোলার হেনরি থর্নটন (Henry Thornton)। শারীরিক অবস্থার দ্রুত অবনতির জেরে শেষমেশ তাঁকে ভর্তি করতে হল কানপুরের (Kanpur) রিজেন্সি হাসপাতালে। প্রাথমিক রিপোর্ট বলছে—খাদ্যে বিষক্রিয়ার জেরেই বিপত্তি। এদিকে, মাঠের বাইরে এমন আশঙ্কার মধ্যেও, কানপুরে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় আন-অফিশিয়াল ওয়ানডেতে অস্ট্রেলিয়া ‘এ’ দল ভারত ‘এ’ দলকে পরাজিত করেছে।…

)








