বিমানেই হঠাৎ সাক্ষাৎ দুই তারকার, আকাশপথেই আড্ডা জমল সৌরভ-অরিজিতের!
কলকাতা: দুই তারকা.. ২ জনেই নাকি তাঁরা ২ জনের অনুরাগী! ২ তারকারই খ্যাতি দেশের গন্ডি ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে বিদেশে! দুই তারকার বিচরণ ক্ষেত্র ও সম্পূর্ণ আলাদা। একজনের খ্যাতির উৎস ২২ গজ তো অন্যজনকে খ্যাতি এনে দিয়েছে সুর। তবে ২ তারকার মধ্যে মিল একটাই, তাঁদের ২ জনেরই শিকড় এই বাংলায়। তাই দুই বাঙালির যখন দেখা হয়ে যায় বিদেশ সফরের পথে, তখন আকাশপথেই জমে ওঠে আড্ডা! আর সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ছবি। কারণ সেই মানুষ ২ জন হচ্ছেন,…










