IND vs SA T20: টি-টোয়েন্টিতে দূরন্ত প্রত্যাবর্তন, সিরিজের সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা….
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: টি-টোয়েন্টিতে দূরন্ত প্রত্য়াবর্তন দক্ষিণ আফ্রিকার। ভারতের বিরুদ্ধে সিরিজে সমতা ফেরাল প্রোটিয়ারা। মুল্লানপুরে ৫১ রানে হারল টিম ইন্ডিয়া। প্রথমে টি টোয়েন্টিতে টসে হেরে প্রথমে ব্য়াট করেছিল ভারত। এদিন কিন্তু টসে জিতেছিলেন সূর্যকুমার। পাটা উইকেটে দক্ষিণ আফ্রিকাকেই প্রথমে ব্যাট করতে পাঠান তিনি। সেই সিদ্ধান্তই শেষপর্যন্ত ব্যুমেরাং হল। ভারতীয় বোলারদের নিয়ে কার্যত ছেলেখেলা করলেন কুইন্টন ডি ককরা। ৪৬ বলে ৯০ রানের অনবদ্য ইনিংস খেলে দিলেন আফ্রিকার ওপেনার। উলটোদিকে এক ওভারে সাতটা ওয়াইড বল করে বসলেন অর্শদীপ। চার…








)

