নেই বিরাট, রোহিত, তবুও নিমেষেই শেষ ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি ম্য়াচে সব টিকিট
মেলবোর্ন: অস্ট্রেলিয়া সফরে ওয়ান ডে সিরিজে জাতীয় দলের জার্সিতে খেলতে দেখা যাবে বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মাকে (Rohit Sharma)। শুভমন গিলের নেতৃত্বাধীন যে দল ঘোষণা করা হয়েছে, তাতে জায়গা পেয়েছেন ২ অভিজ্ঞ তারকাই। চ্যাম্পিয়ন্স ট্রফির পর ফের একবার তাঁদের ভারতীয় দলের জার্সি গায়ে চাপাতে দেখা যাবে। কিন্তু টি-টোয়েন্টি সিরিজে দুজনের কেউই থাকছেন না। তাতে কি? বিরাট-রোহিত হীন ভারতীয় দলের টি-টোয়েন্টি ম্য়াচ দেখার জন্য উন্মাদনায় কোনও খামতি নেই। টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দল অস্ট্রেলিয়ায় গিয়ে তিনটি ওয়ান ডে ও…



