বিশ্বকাপ জয় আলাদা প্রাপ্তি, জীবনের অন্য কোনও না পাওয়ার সঙ্গে মেলানো যায় না, বলছেন গুরু অমল
সন্দীপ সরকার, কলকাতা: পিছনে বাজছে চক দে, চক দে ইন্ডিয়া… আর জাতীয় পতাকার প্রেক্ষাপটে ক্যামেরায় ফুটে উঠছে তাঁর মুখ। অভিব্যক্তিতে ভরা। আনন্দ, স্বস্তি, উচ্ছ্বাস, যন্ত্রণামুক্তি, এরকম সব আবেগ মিলে মিশে গেলে মনে হয় চেহারা এরকমই দেখায়। হকি কোচ মীররঞ্জন নেগির জীবনকে সিনেমার ফুটিয়ে তোলা শাহরুখ ‘কবীর’ খান নয়, রবিবার রাতে নবি মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে আলো ঝলমলে, উজ্জ্বল মুখটি অমল মুজুমদারের (Amol Muzumdar)। ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তি। তিন ফর্ম্যাটে ১৪,৬২৭ রান। ৩৩ সেঞ্চুরি। যার বেশিরভাগটাই এসেছে মুম্বইয়ের হয়ে খেলে। বিশ্বাস…









