Iran | FIFA World Cup 2026: বিশ্বকাপে কোয়ালিফাই করেও কেন ইরান অনিশ্চিত? ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তেই…
জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২৬ বিশ্বকাপ ( FIFA World Cup 2026) হতে চলেছে ফুটবল ইতিহাসের সব চেয়ে বড় কাপযুদ্ধ। এই প্রথমবার ফুটবল বিশ্বকাপ দেখবে ৪৮ দলের লড়াই। এখনও পর্যন্ত বিশ্বকাপে কোয়ালিফাই করেছে আমেরিকা-কানাডা-মেক্সিকো (যেহেতু আয়োজক দেশ, সেহেতু সরাসরি তারা কাপযুদ্ধে), জাপান, নিউ জ়িল্যান্ড, ইরান, আর্জেন্টিনা। উজবেকিস্তানের বিরুদ্ধে নাটকীয় ২-২ গোলে ড্র করে ইরান এই নিয়ে চতুর্থবারের মতো কাপযুদ্ধের টিকিট কেটেছে। তবে ইরানের বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা। রয়টার্সের রিপোর্ট বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞাই ইরানকে…