সবচেয়ে সুন্দর পাগলামির এক বছর… বিশ্বকাপ জেতার বর্ষপূর্তিতে আবেগপূর্ণ বার্তা মেসির

সবচেয়ে সুন্দর পাগলামির এক বছর… বিশ্বকাপ জেতার বর্ষপূর্তিতে আবেগপূর্ণ বার্তা মেসির

বুয়েনস আইরেস: তাঁর স্বপ্নপূরণের এক বছর পূর্ণ। আবেগে ভাসছেন লিওনেল মেসি (Lionel Messi)।

২০২২ সালের ১৮ ডিসেম্বর। কাতারের লুসেইল স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্তিনা ও ফ্রান্স (ARG vs FRA)। সেই ফ্রান্স, যাদের কাছে প্রি কোয়ার্টার ফাইনালে হেরে ২০১৮ সালের বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল আর্জেন্তিনা। কাতারে রুদ্ধশ্বাস ও নাটকীয় ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়েই চ্যাম্পিয়ন হয় আর্জেন্তিনা। তাদের তৃতীয় বিশ্বকাপ।

সোমবার সেই জয়ের এক বছর সম্পূর্ণ হল। আর বিশেষ এই দিনে আবেগপূর্ণ বার্তা দিলেন মেসি। নিজের সোশ্যাল মিডিয়ায় আধুনিক ফুটবলের সর্বশ্রেষ্ঠ তারকা লিখলেন, ‘কেরিয়ারের সবচেয়ে সুন্দর পাগলামির এক বছর পার। অবিস্মরণীয় স্মৃতি, যা গোটা জীবন থেকে যাবে। সকলকে বর্ষপূর্তির শুভেচ্ছা…’। সঙ্গে আর্জেন্তিনার নীল-সাদা পতাকা ও বিশ্বকাপ ট্রফির ইমোজিও পোস্ট করেন এলএমটেন।

১৮ ডিসেম্বর, ২০২২। প্রতিপক্ষ কিলিয়ান এমবাপের ফ্রান্স। কাতারের সেই ফাইনালকে অনেকে বলেন, বিশ্বকাপের সর্বকালের সেরা ম্যাচ। বলবেন না-ই বা কেন! এত চাপানউতোর, পেন্ডুলামের মতো ম্যাচের রাশ কখনও আর্জেন্তিনার দিকে, তো কখনও ফরাসি শিবিরের দিকে, এত নাটকীয়তা, পরতে পরতে রুদ্ধশ্বাস চিত্রনাট্য এর আগে কোনও ম্যাচে দেখা গিয়েছে নাকি?

আর্জেন্তিনার ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর অতি বড় ফরাসি সমর্থকও হয়তো ভাবেননি যে, এই ম্যাচে আর প্রত্যাঘাত সম্ভব। কিন্তু অন্যরকম কিছু ভেবেছিলেন এমবাপে। জোড়া গোল করে ম্যাচে নাটকীয়ভাবে সমতা ফেরান। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। গোল করে ফের আর্জেন্তিনাকে এগিয়ে দেন মেসি। এমবাপে যেন জবাব দেওয়ার জন্য তৈরি ছিলেন। ফের গোল। ৩-৩। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে দুর্ভেদ্য হয়ে ওঠেন এমিলিয়ানো মার্তিনেজ়। পেনাল্টি শ্যুট আউটে জিতে তৃতীয়বারের জন্য বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্তিনা। মেসির আর্জেন্তিনা। আর শ্রেষ্ঠত্বের দৌড়ে প্রবল প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নেমার দ্য সিলভা স্যান্তোস জুনিয়রদের পিছনে ফেলে সিংহাসন ছিনিয়ে নেন মেসি।

১৮ ডিসেম্বর, ২০২৩। আর্জেন্তিনার বিশ্বজয়ের এক বছর পূর্ণ হল সোমবার। গোটা বিশ্বজুড়ে চলছে মেসি-বন্দনা। আর্জেন্তিনার স্তুতি। বুয়েনস আইরেসে সকাল থেকে শুরু হয়েছে উৎসব। আর্জেন্তিনা ফুটবল সংস্থা থেকে ফুটবলারদের কৃতজ্ঞতা জানানো হয়েছে। বিশ্বজয়ের স্বাদ ফেরানোর জন্য। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে, ‘বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার এক বছর পার, অশেষ কৃতজ্ঞতা সকলকে…’।

(Feed Source: abplive.com)