লগ্নজিতার গান নয়, ভারত-নিউজিল্যান্ডের ম্যাচে মজে দর্শকরা, চটে গিয়ে কী বললেন?

লগ্নজিতার গান নয়, ভারত-নিউজিল্যান্ডের ম্যাচে মজে দর্শকরা, চটে গিয়ে কী বললেন?

মহম্মদ শামির খেলায় একদিকে যখন গোটা দেশ মুগ্ধ তখন অন্যদিকে কিন্তু বেজায় চটে গেলেন লগ্নজিতা চক্রবর্তী। বুধবার, ১৫ নভেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বসেছিল ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচ। সেই হাইভোল্টেজ ম্যাচে পর পর ৭টি উইকেট তুলে নেন মহম্মদ শামি। আর এদিন আরব সাগর পাড়ে শামি যখন বল করছিলেন তখন উত্তরবঙ্গে আচমকাই তাল কাটল লগ্নজিতা চক্রবর্তীর শোয়ে। মেজাজ হারালেন গায়িকা।

২০১৯ সালে বিশ্বকাপের সেমি ফাইনালেই নিউজিল্যান্ডের কাছে হেরেছিল ভারত। ফলে ১৫ নভেম্বরের ম্যাচ নিয়ে সকলের মধ্যে ছিল আলাদা উন্মাদনা। প্রথমে ব্যাট করতে নেমে পঞ্চাশতম শতরান করে সকলকে মুগ্ধ করে দেন বিরাট। নজর কাড়েন শ্রেয়স আইয়ারও। তবে দ্বিতীয়ার্ধে বল করতে নেমে সবাইকে ছাপিয়ে যান মহম্মদ শামি। জলপাইগুড়িতে ভাইফোঁটার দিন কালীপুজো উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন লগ্নজিতা চক্রবর্তী। তিনি যখন মঞ্চে গান গাইছেন তখন অন্যদিকে শামি বল করছিলেন। আর সেই দিকেই বেশিরভাগ দর্শকদের মন পড়ে ছিল। তাই তো শামি একটি উইকেট নিতেই সবাই আউট আউট করে চেঁচিয়ে ওঠেন। আর সেটা শুনেই রেগে যান লগ্নজিতা।

গায়িকা এদিন মঞ্চ থেকে বলে ওঠেন, ‘ভারত কি জয়ী হয়েছে?’ একই সঙ্গে তিনি বলেন, ‘ভারত যখন জিতে গেছে তখন এবার ঠিক করে অনুষ্ঠানটা করতে দিন। আমি সব সেরা গান গাইব এবার তাতেও যদি তোমার মন না পাওয়া যায় আমি নেমে যাব স্টেজ থেকে। আয়োজকদের বলব কোনও ম্যাচ থাকলে সেদিন যেন শো আয়োজন না করে।’

তবে এদিন অনুষ্ঠান করতে এসে যতই সমস্যার মধ্যে পড়ুন না কেন লগ্নজিতা তখন একই জেলার অন্য জায়গায় শো করতে এসে অনুষ্ঠান মাতিয়ে দেন নচিকেতা। তাঁর গানের সুরে সুরে মেতে ওঠেন সবাই।

(Feed Source: hindustantimes.com)