স্থানীয়দের কাজের জন্য ওই রাজ্যে ৭৫ শতাংশ সংরক্ষণ! খারিজ করল হাইকোর্ট

স্থানীয়দের কাজের জন্য ওই রাজ্যে ৭৫ শতাংশ সংরক্ষণ! খারিজ করল হাইকোর্ট

পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট শুক্রবার স্থানীয়দের কর্মসংস্থানের ক্ষেত্রে ৭৫ শতাংশ সংরক্ষণ সংক্রান্ত মনোহার লাল খট্টর সরকারের আইনকে কার্যত খারিজ করে দিল। বেসরকারি ক্ষেত্রে কাজের ক্ষেত্রেও এই সংরক্ষণ ছিল। সেই সংরক্ষণ খারিজ করা হয়েছে। সেই সংরক্ষণ নীতিতে বলা হয়েছিল যাদের বাসস্থান সংক্রান্ত সার্টিফিকেট রয়েছে অর্থাৎ যারা হরিয়ানার বাসিন্দা তাদের জন্য বেসরকারি ক্ষেত্রে ৭৫ শতাংশ সংরক্ষণ করা থাকবে। বিচারপতিদের বেঞ্চ জিএস সন্ধ্যাওয়ালিয়া ও বিচারপতি হরপ্রীত কৌর জীওয়ান এই আইনকে খারিজ করার নির্দেশ দিয়েছেন। খবর হিন্দুস্তান টাইমস সূত্রে।

কিন্তু কেন এই সংরক্ষণ নীতি খারিজ করা হল? কারা এনিয়ে মামলা করেছিল?

একাধিক শিল্পোদ্য়োগীদের সংস্থা এই মামলা করেছিল। ২০২১ সালে গুরগাঁও ইন্ডাস্ট্রিয়াল অ্য়াসোসিয়েশনও এই আপিল করেছিল আদালতে।

সেই আইনের নাম হরিয়ানা স্টেট এমপ্লয়মেন্ট অফ লোকাল ক্যান্ডিডেটস অ্যাক্ট ২০২০। এই আইন অনুসারে বেসরকারি ক্ষেত্রতেও ৭৫ শতাংশ সংরক্ষণের কথা বলা হয়। যাদের মাসিক বেতন ৩০,০০০ টাকার কম তাদের এই সংরক্ষণের আওতায় আনা হয়। ১০ বছরের জন্য এই আইন লাগুর কথা বলা হয়েছিল। এই আইনের আওতায় একাধিক কোম্পানি, সোসাইটি, ট্রাস্ট ও অংশীদারি ফার্ম রয়েছে।

শিল্প সংস্থাগুলির পক্ষ থেকে বলা হয়েছিল এই আইন কার্যকরী করা হলে বড় বিপদ হয়ে যেতে পারে। এই আইন কার্যকরী হলে শিল্পে শ্রমিকদের ঘাটতি দেখা দেবে। প্রতিযোগিতায় ক্রমশ পিছিয়ে পড়বে হরিয়ানার শিল্প সংস্থা। এর জেরে আরও সমস্যা তৈরি হতে পারে। এরপর তারা এনিয়ে আদালতে আবেদন করে জানায় এই আইনকে খারিজ করা হোক।

তবে হরিয়ানা সরকারের তরফে দাবি করা হয়, মূলত ভৌগলিক দিক থেকে যারা হরিয়ানায় বাস করেন তাদের অধিকার যাতে সুরক্ষিত থাকে তার চেষ্টা করা হয়েছে। তাদের স্বাস্থ্য, বেঁচে থাকার অধিকার, তাদের কাজের অধিকারকে সুরক্ষিত করা হয়েছে এই নয়া আইনের মাধ্য়মে। তবে এবার আদালত এই আইনকে খারিজ করে দিল। স্থানীয়দের জন্য ৭৫ শতাংশ সংরক্ষণের জন্য রাজ্যের আইনকে খারিজ করে দিল হাইকোর্ট।

(Feed Source: hindustantimes.com)