বিশ্বকাপ সেমিফাইনালের জন্য সারারাত জাগলাম, মিটিংয়ের আগেই বললেন Microsoft প্রধান

বিশ্বকাপ সেমিফাইনালের জন্য সারারাত জাগলাম, মিটিংয়ের আগেই বললেন Microsoft প্রধান

আমেরিকায় অনুষ্ঠিত মাইক্রোসফটের বার্ষিক ডেভেলপার কনফারেন্স ইগনাইটে মাইক্রোসফট প্রধান সত্য় নাডেলা বলেন, আমাদের মিটিংটা আগে থেকেই ঠিক করা ছিল। কিন্তু সেই মিটিংটা এমন সময়ে হল যে বিশ্বকাপের সেমিফাইনাল ছিল আগের রাতে। মাত্র পাঁচ মিনিট আগে খেলা শেষ হয়েছে। আর আমি সারারাত খেলা দেখলাম।

আসলে একেই বলে ক্রিকেট দেখার নেশা। গুরুত্বপূর্ণ মিটিংয়ের আগের রাত জেগেই কাটালেন মাইক্রোসট সিইও।

মাইক্রোসফটের সিইও সত্য নাডেলা। তিনি ভারত-নিউজিল্যান্ড ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ রাত জেগে আমেরিকায় বসে দেখলেন।

সিয়াটেলে ইগনাইট কনফারেন্স হয়েছিল। সেখানে আর্টিফিসিয়াল চিপের উদ্বোধন হওয়ার কথা ছিল। নাম Maia 100। সেই সঙ্গেই ক্লাউড কম্পিউটিং প্রসেসর। মূলত প্রযুক্তিকে ব্যবহার করে কীভাবে আরও এগিয়ে যাওয়া তারই দিশা দেখানে মাইক্রোসফটের এই নয়া উদ্যোগ। সেই সঙ্গেই মাইক্রোসফট পার্সোনাইলাইজড এআই অ্য়াসিস্ট্যান্টস সংক্রান্ত সফটওয়ারও আনতে চলেছে। কিন্তু সেই গুরুত্বপূর্ণ ইভেন্টের আগের রাতে ক্রিকেট দেখে কাটালেন সিইও।

সত্য নাডেলা সেই কনফারেন্সে জানিয়েছেন, দক্ষতা, পারদর্শিতার লক্ষ্যকে সুনিশ্চিত করার জন্য় এই উদ্যোগ। আমাদের থেকে ও আমাদের পার্টনারদের থেকে আমরা এটা আপনাদের কাছে আনতে চাই।

অন্য়ান্য যে মূল ঘোষণাগুলি করা হয়েছিল সেগুলি হল…

মাইক্রোসফট কোপিলট স্টুডিওর উদ্বোধন করা।

প্রোডেভেলপার্সরা এই এআই মডেলকে ব্যবহার করতে পারবেন।

মাইক্রোসফট SIEM, XDR কে সুরক্ষা সংক্রান্ত বিষয়ের মধ্য়ে ব্যবহার করতে চাইছে।

মাইক্রোসফট সিকিউরিটি পোর্টফোলিওর মধ্য়ে যাতে সুরক্ষা সংক্রান্ত বিষয়গুলি ব্যবহার করা যায় সেকথাও বলা হয়েছে।

(Feed Source: hindustantimes.com)