‘চমকে গিয়েছিলাম…’ ফাইনালে অজিদের ক্ষুরধার বুদ্ধিমত্তার তারিফ অশ্বিনের

‘চমকে গিয়েছিলাম…’ ফাইনালে অজিদের ক্ষুরধার বুদ্ধিমত্তার তারিফ অশ্বিনের
চেন্নাই : বিশ্বকাপ ফাইনালের (World Cup Final) মঞ্চে হৃদয় ভেঙেছে আসমুদ্রহিমাচলের। অস্ট্রেলিয়ার কাছে হার মানতে হয়েছে ভারতকে। ক্রিকেট বিশ্বযুদ্ধের মঞ্চে ষষ্ঠবার বিশ্বসেরা হয়েছেন অজিরা। গোটা প্রতিযোগিতায় দুরন্ত খেললেও শেষল্যাপে হারতে হয়েছে ভারতীয় ক্রিকেট দলকে।

হারের অন্যতম কারণ হিসেবে সামনে উঠে এসেছে, আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের (Narendra Modi Stadium) ধীরগতির উইকেটে ভারতীয় ব্যাটারদের বড় রান করতে না পারা। পাশাপাশি অনেককেই চমকে দিয়েছিল, বিশ্বকাপ ফাইনালের মতো প্রবল চাপের ম্যাচেও টস জিতে উঠে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেওয়া। যা নিয়ে অবশ্য তারিফ কুড়িয়ে নিয়েছে অজি টিম ম্যানেজমেন্ট।

ফাইনালের দগদগে ক্ষতের মাঝেই ফাইনাল প্রসঙ্গে বলতে গিয়ে অস্ট্রেলিয়া দলের ভয়ডরহীন খেলার ধরন ও ক্ষুরধার বুদ্ধিমত্তার তারিফ শোনা গিয়েছে রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) গলায়। বিশ্বকাপের ভারতীয় স্কোয়াডের সদস্য তথা বহু যুদ্ধে অভিজ্ঞ নায়ক যে অজিদের ট্যাকটিকাল জ্ঞানে চমকে গিয়েছিলেন, সেটাও স্বীকার করে নিয়েছেন।

অশ্বিন বলেছেন, ‘ফাইনালের মঞ্চে ট্যাকটিকালি অসাধারণ অজিদের দেখতে পেয়েছি। বিশ্বকাপের আগে পর্যন্ত একদিনের দলের অধিনায়ক হিসেবে প্যাট কামিন্স ব্যর্থ হলেও ফাইনালে দেখা গিয়েছে ৫০ শতাংশের বেশি কাটার বল করেছেন তিনি।’ নিজের ইউটিউব চ্যানেলে বক্তব্য রাখার মাঝে অশ্বিন বলেছেন, ‘অফ স্পিনার বোলিং করার সময় যেরকম ফিল্ডিং আমরা দেখতে পাই, তেমন ফিল্ড প্লেসিং করেছিল কামিন্স। ১০ ওভারের স্পেলে মাত্র ৩ টে বল ও এমন করেছে যা ৬ মিটার মার্কে গেছে। ফুল লাইনে বল না করে ব্যাটারদের ড্রাইভ খেলার কোনও সুযোগ দেয়নি ও।’ ফাইনালের ধীর গতির পিচে বল সহজে ব্যাটে এসে পৌঁছচ্ছিল না দুপুরে ভারতের ব্যাটিং করার ক্ষেত্রে, যা কাজে লাগিয়ে দারুণভাবে বল করেছে অজিরা।

পাশাপাশি টসে জিতে বোলিং করার অজিদের সিদ্ধান্ত প্রসঙ্গে অশ্বিনের সংযোজন, ‘টসে জিতে কেন বোলিংয়ের সিদ্ধান্ত সেটা ইনিংসের মাঝে জর্জ বেইলিকে (অস্ট্রেলিয়ার বর্তমান নির্বাচক প্রধান) জিগ্গেস করেছিলাম। ও জানিয়েছিল, একাধিক আইপিএল ম্যাচে খেলার অভিজ্ঞতা থেকে বুঝেছি লাল মাটির পিচে ব্যাটিং করা শক্ত হলেও কালো মাটির পিচগুলোতে আলোর নিচে ব্যাটিং অনেক সুবিধাজনক হয়ে দাঁড়ায়।’

(Feed Source: abplive.com)