Purulia News: জিনাতকে লক্ষ্য করে ঘুম পাড়ানি গুলি, তবে কি এবার ধরা পড়বে বাঘিনী!
তবে কি এবার জিনাত হবে জালবন্দি, অপেক্ষায় বনদফতর থেকে সাধারণ মানুষ! জালবন্দি জিনাত পুরুলিয়া: দীর্ঘ অপেক্ষা, টানা নয় দিন রাজ্যের বিভিন্ন জঙ্গলে বসবাস করেছে রয়েল বেঙ্গল বাঘিনী জিনাত। অবশেষে নিয়ন্ত্রণে আসতে চলেছে বাঘিনী জিনাত। ইতিমধ্যে তাকে লক্ষ্য করে দেওয়া হয়েছে ঘুম পাড়ানি গুলি। তবে কি এবার বাঘ বাঘবন্দিতে সফলতা পেতে চলেছে বনদফতর। রানিবাঁধের গোসাইডি গ্রাম সংলগ্ন জঙ্গলে এখন রয়েছে বাঘিনী জিনাত। বাঘিনীকে লক্ষ্য করে ঘুম পাড়ানি গুলি একবার দেওয়া হয়েছে। তবে কি শেষ পর্যন্ত বাঁকুড়া থেকেই উদ্ধার হবে রয়েল…