One day tour plan: একদিনের জন্য ঘুরতে যেতে চান তবে ঘুরে আসুন…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একদিনের জন্য ঘুরতে যেতে চান তবে এই উইকেন্ডেই বেড়িয়ে পড়ুন কলকাতার কাছাকাছি অবস্থিত ফিল্ম সিটিতে। আগে এখানে সিনেমার শুটিং হত। প্রতিদিনই এখানে আসতে দেখা যেত অভিনেতাদের। প্রায় বেশ কয়েকশো একর জায়গা জুড়ে অবস্থিত এই ফিল্ম সিটি। নানারকমভাবে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে বিশাল এই জায়গাটিকে। মূলত নানা সিনেমা, ওয়েব সিরিজ শ্যুটিং এর জন্যই সাজানো হয়েছিল এই ফিল্ম সিটিটি। প্রয়াগ ফিল্ম সিটি, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডের কাছে অবস্থিত ডুকিতে। মেদিনীপুরের গোয়ালতোড় থেকে প্রায় ১৯ কিমি…