ভারত জেতার আগেই বাংলায় বিশ্বকাপের ট্রফি!ক্রিকেটের মরশুমে কোথায় বিকোচ্ছে মিষ্টি

ভারত জেতার আগেই বাংলায় বিশ্বকাপের ট্রফি!ক্রিকেটের মরশুমে কোথায় বিকোচ্ছে মিষ্টি

প্রায় বারো বছর পর আবারও বিশ্বকাপ জয়ের হাতছানি ভারতের সামনে। বুধবার, ১৫ নভেম্বর নিউজিল্যান্ডকে হারিয়ে আইসিসি ওয়ার্ল্ড কাপের ফাইনালে জায়গা পাকা করে নেয় ভারত। আগামী রবিবার ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত মুখোমুখি অস্ট্রেলিয়ার। ২০০৩ সালের পর এই বছর আবারও ফাইনাল জমবে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে। এই হাইভোল্টেজ ম্যাচের দিকে তাকিয়ে আছেন এখন সকলেই। সকলের বিশ্বকাপ জয়ের আশায় বুক বেঁধেছেন। এবার সেই উন্মাদনার পারদকে আরও একটি চড়িয়ে দিল হুগলির একটি মিষ্টির দোকান।

হুগলির একটি মিষ্টির দোকানে ভাইফোঁটা। উপলক্ষ্যে একটি বিশেষ মিষ্টি বানানো হয়। একে ভাইফোঁটা তার উপর বিশ্বকাপের মরশুম। সব দিক ভেবেই এই দোকানে বিশ্বকাপের ট্রফির আদলে একটি পেল্লাই সাইজের মিষ্টি বানানো হয়।

ক্ষীর দিয়ে সন্দেশের এই ট্রফি বানানো হয়েছে। এই মিষ্টির দোকানের কর্ণধার এই সময়কে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, ‘প্রতিবার তো ভাইফোঁটা উপলক্ষ্যে খাজা, ক্ষীর মোহন, ক্ষীর সুন্দরী, রস মাধুরী, লবঙ্গ লতিকা, ইত্যাদি তো থাকেই। এবার তার সঙ্গে যোগ হয়েছে বিশ্বকাপের চমক। তাই আমরাও মিষ্টি নিয়ে একটু এক্সপেরিমেন্ট করলাম। ছোট বিশ্বকাপের দাম ৫০ টাকা রাখা হয়েছে। অনেকেরই এই মিষ্টি পছন্দ হয়েছে। কিনছেন অনেকেই। ভারত যদি এবার বিশ্বকাপ জেতে তাহলে ফের মিষ্টি মুখ হবে।’

ভারত বনাম অস্ট্রেলিয়া

বুধবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিরাটের পঞ্চাশতম সেঞ্চুরি, শ্রেয়স আইয়ারের ১০০ এবং অবশ্যই মহম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ের উপর ভর করে কাঙ্ক্ষিত জয় ছিনিয়ে আনে ভারত। এবার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। আগামী রবিবার বসবে এই হাইভোল্টেজ ম্যাচের আসর।

(Feed Source: hindustantimes.com)