Sanju Samson: ‘আমি আনলাকিয়েস্ট’! বারবার উপেক্ষিত কেরালার নায়ক, জানালেন রোহিতের বার্তা
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উইকেটকিপার-ব্য়াটার সঞ্জু স্য়ামসনের (Sanju Samson) সঙ্গে জুড়ে গিয়েছে উপেক্ষিত শব্দবন্ধ। এশিয় কাপ (Asia Cup 2023) হোক বা বিশ্বকাপ (ODI World Cup 2023)। তিনি থেকেছেন ব্রাত্যই। কেরালার নায়কের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে যায়। কংগ্রেস সাংসদ শশী থারুর (Shashi Tharoor) তাঁর জন্য় এক্স অ্যাকাউন্টে দেন বার্তা। ২৯ বছরের ক্রিকেটার আইপিএলের মঞ্চে বারবার আলো জ্বেলেছেন। কিন্তু জাতীয় দলে ঢুকেও তাঁকে বেরিয়ে যেতে হয় বারবার। এবার সঞ্জু মুখ খুললেন। ‘আই অ্য়াম উইথ ধন্য় বর্মা’র ইউটিউব চ্য়ানেলে সঞ্জু…