বাংলাদেশকে দুরমুশ করে WTC ফাইনালে পৌঁছনোর দৌড়ে ফিরল দক্ষিণ আফ্রিকা, উদ্বেগ বাড়ল ভারতের?
ঢাকা: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC 2025 Final) পৌঁছতে হলে ছয়টি ম্যাচের মধ্যে অন্তত পাঁচটিতে জিততেই। এমন পরিস্থিতিতেই বাংলাদেশের বিরুদ্ধে ঢাকায় প্রথম টেস্ট খেলতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল (BAN vs SA 1st Test)। নিজেদের প্রথম পরীক্ষায় প্রোটিয়া দল যে দারুণভাবে উত্তীর্ণ হল, তা বলাই বাহুল্য়। শের-এ-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশকে সাত উইকেটে সহজেই পরাজিত করলেন এডেন মারক্রামরা। প্রথম টেস্টে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে তাঁর সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হয়নি। প্রোটিয়া বোলারদের দাপটে…









