উইকেটের বেলে বল ছুঁয়ে আলো জ্বলল, তবুও নট আউট জিতেশ, কেন জানেন?
চণ্ডীগড়: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্য়াচে হারতে হয়েছে ভারতীয় ক্রিকেট দল। প্রথম ম্য়াচে জয়ের পর দ্বিতীয় ম্য়াচে হেরে পাঁচ ম্য়াচের সিরিজে ১-১ রয়েছে ফল। কিন্তু ম্য়াচে একটি অদ্ভুত কাণ্ড ঘটেছিল ভারতীয় ব্যাটিংয়ের সময়। জিতেশ শর্মা, যিনি ভারতীয় দলের উইকেট কিপার ব্যাটার। তিনি ব্যাটিং করার সময় একটি বল মিস করেন। সেই বল উইকেটের বেল ছুঁয়ে যায়। কিন্তু তবুও আউট হলেন না জিতেশ। কিন্তু কেন? ২১৪ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমেছিল ভারত। কিন্তু প্রথম থেকেই উইকেট হারাতে থাকে তারা।…








