চোটের কবলে একাধিক তারকা, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের টি-২০ দলে জোড়া নতুন মুখ

চোটের কবলে একাধিক তারকা, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের টি-২০ দলে জোড়া নতুন মুখ

মুম্বই: বর্তমানে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ় খেলতে ব্যস্ত ভারতীয় দল। জোরকদমে চলছে দ্বিতীয় টেস্ট। তবে এরই মাঝে দক্ষিণ আফ্রিকা (IND vs SA) সফরের দল ঘোষণা করে দিলেন টিম ইন্ডিয়ার নির্বাচকরা।

৮ নভেম্বর থেকে শুরু হওয়া চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়়ের জন্য ভারতীয় দলের ১৫ জনের দলে সুযোগ পেলেন একাধিক নতুন মুখ। চোটের কারণে এই সিরিজ়ে রিয়ান পরাগ, ময়ঙ্ক যাদব ও শিবম দুবে, তরুণ ত্রয়ী খেলতে পারবেন না। সেই সুযোগে কেকেআরের হয়ে আইপিএল মাতানো রমনদীপ সিংহ (Ramandeep Singh ) এবং আরসিবির হয়ে বল হাতে নজরকাড়া বিজয়কুমার বিশাখ (Vijaykumar Vyshak) দলে ডাক পেয়েছেন।

গত টি-টোয়েন্টি সিরিজ়েই নিজের আন্তর্জাতিক অভিষেক ঘটিয়েছিলেন ময়ঙ্ক যাদব। আশা ছিল দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলিং সহায়ক পরিবেশে ফের একবার দেখা যাবে তাঁকে। তবে এক সিরিজ় খেলার পরেই চোটের কবলে পরলেন তারকা ফাস্ট বোলার। সেই কারণেই তাঁকে এবং শিবম দুবেকে নির্বাচিত করা সম্ভব হয়নি।

অপরদিকে, রিয়ান পরাগের ক্ষেত্রে সমস্যাটা দীর্ঘমেয়াদি। ডান কাঁধের চোটে বহুদিন ধরেই ভুগছেন অসমের তরুণ অলরাউন্ডার। সেই চোট সারাতেই এবার বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে যাবেন রিয়ান। তাঁদের অনুপস্থিতিতেই রমনদীপদের জন্য জাতীয় দলের দরজা খুলে গেল। পাঞ্জাবের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা রমনদীপ এবারের আইপিএল জয়ী কলকাতা নাইট রাইডার্স দলের অঙ্গ ছিলেন। ব্য়াট, বল উভয়ই করার পাশাপাশি তিনি অনবদ্য ফিল্ডারও। বর্তমানে উদীয়মান টি-২০ এশিয়া কাপেও সুযোগ পেয়েছিলেন তিনি। সেই টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই এবার এল জাতীয় দলে ডাক।

অপরদিকে, কর্ণাটকের হয়ে খেলেন বিশাখ। তিনিল আরসিবির হয়ে দুই মরশুম ধরে খেলছেন। ৩০টি বিশ ওভারের ম্যাচে তাঁর দখলে রয়েছে ৪২টি উইকেট নেওয়ার কৃতিত্ব। ২০.৮৮ গড় ও ৮.২৯ ইকোনমিতে বোলিং করেছেন তিনি। এবার জাতীয় দলের হয়ে নজর কাড়ার সুযোগ তাঁর সামনে।

(Feed Source: abplive.com)