Sanju Samson: ‘আমি আনলাকিয়েস্ট’! বারবার উপেক্ষিত কেরালার নায়ক, জানালেন রোহিতের বার্তা

Sanju Samson: ‘আমি আনলাকিয়েস্ট’! বারবার উপেক্ষিত কেরালার নায়ক, জানালেন রোহিতের বার্তা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উইকেটকিপার-ব্য়াটার সঞ্জু স্য়ামসনের (Sanju Samson) সঙ্গে জুড়ে গিয়েছে উপেক্ষিত শব্দবন্ধ। এশিয় কাপ (Asia Cup 2023) হোক বা বিশ্বকাপ (ODI World Cup 2023)। তিনি থেকেছেন ব্রাত্যই। কেরালার নায়কের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে যায়। কংগ্রেস সাংসদ শশী থারুর (Shashi Tharoor) তাঁর জন্য় এক্স অ্যাকাউন্টে দেন বার্তা। ২৯ বছরের ক্রিকেটার আইপিএলের মঞ্চে বারবার আলো জ্বেলেছেন। কিন্তু জাতীয় দলে ঢুকেও তাঁকে বেরিয়ে যেতে হয় বারবার। এবার সঞ্জু মুখ খুললেন। ‘আই অ্য়াম উইথ ধন্য় বর্মা’র ইউটিউব চ্য়ানেলে সঞ্জু জানালেন তাঁর সঙ্গে জাতীয় দলের নেতা রোহিত শর্মার (Rohit Sharma) কী কথোপকথন হয়েছে।

সঞ্জু বলছেন, ‘মানুষজন বলেন আমি আনলাকিয়েস্ট ক্রিকেটার। তবে আমি এখন যে জায়গায় আছি, এটা আমার ভাবনার চেয়েও অনেক বেশি। আমি অবশ্য়ই বলব রোহিত শর্মার কথা। যে এক বা দু’জন এসে আমার সঙ্গে কথা বলেছিল, তাঁদের মধ্য়ে রোহিত। আমাকে এসে বলেছিল, ‘আরে সঞ্জু কী খবর, তুমি তো আইপিএলে দারুণ পারফর্ম করেছ। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেও প্রচুর ছয় মেরেছে। দারুণ ব্য়াট করেছ। রোহিতের সমর্থন অতুলনীয়।’

সঞ্জু ২০১৫ সালে তাঁর আন্তর্জাতিক অভিষেক করেছিলেন। দেশের জার্সিতে প্রথম সুযোগ পান ২০ ওভারের ফরম্যাটে। ২৪ ইনিংসে তিনি করেছেন ৩৭৪ রান। ওডিআই-তে সঞ্জু ১২ ইনিংসে করেছেন ৩৯০ রান। তাঁর গড় ৫৫.৭১। যদিও আন্তর্জাতিক মঞ্চে সঞ্জুর রেকর্ড ঈর্ষণীয় নয়। তবে আইপিএল তাঁর হয়ে কথা বলে। রাজস্থান রয়্যালসের অধিনায়ক ১৫২ ম্য়াচে করেছেন ৩৮৮৮ রান। দেশের জার্সিতে এই কেরালাইট গত অগস্টে শেষবার খেলেছেন আয়ারল্যান্ডের বিরুদ্ধে। ২৬ বলে করেছিলেন ৪০ রান। বিশ্বকাপ শেষ হওয়ার ঠিক চারদিনের মধ্য়েই মাঠে নেমে পড়েছে টিম ইন্ডিয়া। শুরু হয়ে গিয়েছে ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজ। এই সিরিজে সঞ্জুকে না দেখে অনেকেই সোশ্যাল মিডিয়ায় বিসিসিআই-কে ধুয়ে দিয়েছে।

(Feed Source: zeenews.com)