বিশ্বকাপে নতুন কীর্তি কোহলির, পেরিয়ে গেলেন পন্টিংকে, সামনে শুধু সচিন

বিশ্বকাপে নতুন কীর্তি কোহলির, পেরিয়ে গেলেন পন্টিংকে, সামনে শুধু সচিন
আমদাবাদ: চলতি বিশ্বকাপেই সচিন তেন্ডুলকরের ওয়ান ডে সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। গড়েছেন নতুন মাইলফলক।

রবিবার বিশ্বকাপের (ODI World Cup) ফাইনালে ঝকঝকে হাফসেঞ্চুরি করলেন বিরাট কোহলি (Virat Kohli)। অস্ট্রেলিয়ার (IND vs AUS) বিরুদ্ধে তিনি আউট হলেন ৬৩ বলে ৫৪ রান করে। রবিবার রিকি পন্টিংয়ের (Ricky Ponting) রেকর্ড ভেঙে দিলেন কিংগ কোহলি। বিশ্বকাপে ৩৭ ম্যাচে ১৭৯৫ রান হয়ে গেল কোহলির। ওয়ান ডে বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় দুই নম্বরে কোহলি। পেরিয়ে গেলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক, কিংবদন্তি রিকি পন্টিংকে।

বিশ্বকাপে সর্বোচ্চ রান রয়েছে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar)। বিশ্বকাপে ৪৫ ম্যাচে ২২৭৮ রান রয়েছে সচিনের। সেঞ্চুরি ছটি। সর্বোচ্চ ১৫২। বিশ্বকাপে সর্বোচ্চ রানপ্রাপকদের তালিকার শীর্ষে সচিন। চলতি বিশ্বকাপেই যাঁর ওয়ান ডে ক্রিকেটে ৪৯ সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিয়েছেন বিরাট কোহলি। তবে বিশ্বকাপে মোট রানের সংখ্যায় এখনও শীর্ষে তেন্ডুলকরই।

তালিকায় তিন নম্বরে নেমে গেলেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়কের ঝুলিতে বিশ্বকাপে ৪৬ ম্যাচে ১৭৪৩ রান রয়েছে। সেঞ্চুরি ৫টি। গড় ৪৫.৮৬। বিশ্বকাপে পান্টারের সর্বোচ্চ ইনিংস অপরাজিত ১৪০ রান। রবিবার পন্টিংয়ের রেকর্ডই ভেঙে দিয়েছেন কোহলি।

তালিকায় চার নম্বরে রয়েছেন হিটম্যান রোহিত শর্মা। বিশ্বকাপে ২৮ ম্যাচে যাঁর ঝুলিতে ১৫৭৫ রান রয়েছে। ৭টি সেঞ্চুরি ও ৬টি হাফসেঞ্চুরি রয়েছে রোহিতের। ৬০.৫৭ ব্যাটিং গড়ে বিশ্বকাপে রান করেছেন রোহিত। বিশ্বকাপে তাঁর সেরা ইনিংস ১৪০ রান।

তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সঙ্গকারা। ৩৭ ম্যাচে ১৫৩২ রান রয়েছে সঙ্গার। বিশ্বকাপে ৫টি সেঞ্চুরি ও ৭টি হাফসেঞ্চুরি রয়েছে সঙ্গকারার। ৫৬.৭৪ গড়ে রান করেছেন তিনি।

(Feed Source: abplive.com)