বিশ্বকাপ ফাইনালের দিনে ‘ধসের মুখে’ সলমনের টাইগার ৩ !
মুম্বই: দীপাবলিতে গত ১২ নভেম্বর মুক্তি পেয়েছিল টাইগার ৩। তার ঠিক পরের রবিবারই ছিল ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল। অর্থাৎ গতকাল ছিল রবিবার। সারা দেশে মেতেছিল মূলত ভারত ও অস্ট্রেলিয়ার খেলা নিয়েই। স্বাভাবিকভাবেই ক্রিকেটপ্রেমীরা ফাইনাল দেখার জন্য ভিড় জমিয়েছিল স্টেডিয়ামেই। আর গত পরশু, অর্থাৎ শনিবার এই আশঙ্কাতেই টাইগার ৩ এর মঞ্চ থেকে সলমান বলেছিলেন, ‘ভারত জিতবে। আর তারপর আপনারা সবাই থিয়েটারে ফিরে আসবেন।’ এদিকে শেষ রক্ষা হয়নি। জয়ী হতে পারেনি ভারত। কিন্তু দেখতে দেখতে সোমবার। বলাইবাহুল্য যেহেতু গতকাল ছিল ছুটির দিন।…