জাডেজার ঘূর্ণিতেই কুপোকাত মারক্রামরা, বিশ্বকাপের মঞ্চে গড়লেন এই নতুন রেকর্ডও

জাডেজার ঘূর্ণিতেই কুপোকাত মারক্রামরা, বিশ্বকাপের মঞ্চে গড়লেন এই নতুন রেকর্ডও

কলকাতা: ইডেনে দক্ষিণ আফ্রিকা (South Africa) বধ ভারতের (Indian Cricket Team)। কিং কোহলির (Virat Kohli) জন্মদিনে সেঞ্চুরি। আর সঙ্গে রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) ঘূর্ণির জালে ৫ প্রোটিয়া ব্যাটারের উইকেট। নিজের ৯ ওভারের স্পেলে ৩৩ রান খরচ করে ৫ উইকেট তুলে নিয়েছিলেন ভারতীয় দলের (Indian Cricket Team) তারকা এই অলরাউন্ডার। একে এক তুলে নিলেন বাভুমা, মারক্রাম, ক্লাসেন, মিলার, ইয়েনসেনের উইকেট।

এদিন ৩২৭ রান তাড়া করতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। শুরুতেই ধাক্কা দিয়েছিলেন মহম্মদ সিরাজ। ফিরিয়েছিলেন চলতি বিশ্বকাপে চারটি শতরান হাঁকানো কুইন্টন ডি কক। এদিন মাত্র ৫ রান করে ফিরলেন প্রোটিয়া বাঁহাতি ব্য়াটার। এরপর থেকে শুরু হল জাডেজার ঘূর্ণিঝড় ক্রিকেটের নন্দনকাননের ২২ গজে। শুরুটা করলেন প্রোটিয়া অধিনায়ত তেম্বা বাভুমাকে দিয়ে। ১১ রান করেই প্রোটিয়া অধিনায়ক ফিরলেন জাডেজার বলে বোল্ড হয়ে। এরপর ক্লাসেন ১ রান ও মিলার ১১ রান করে আউট হন জাডেজার বলে। কেশব মহারাজ ৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন জাডেজার বলে। পাঁচটি উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গে রবীন্দ্র জাডেজা একমাত্র ভারতীয় বোলার হিসেবে বিশ্বকাপের মঞ্চে ৫ উইকেট নেওয়ার নজির গড়লেন। এর আগে ব্য়াট হাতেও জ্বলে ওঠেন জাডেজা। ৩টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে ১৫ বলে ২৪ রানের ইনিংস খেলেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপের মঞ্চে যে কোনও ভারতীয় বোলারের সেরা স্পেল এটি। এর আগে ২০১৯ বিশ্বকাপে চাহাল ৫১ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। তাঁকে টেক্কা দিয়ে দিলেন জাডেজা।

এদিন শুরুতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। রোহিতের ২৪ বলে ৪০ যদি শাকিরার হিপ হপ হয়ে থাকে, কোহলির ইনিংস যেন পণ্ডিত রবিশঙ্করের সেতার। যার প্রতিটি তারে বাঁধা সুরমূর্ছনা। ৩ ঘণ্টা ১৫ মিনিটের ইনিংসে ১০টি বাউন্ডারি। উল্টো প্রান্তে দাঁড়িয়ে কখনও শ্রেয়স আইয়ার ৭টি ছক্কা মেরেছেন, তো কখনও সূর্যকুমার যাদব ৫ ছক্কায় রোশনাই ছড়িয়েছেন। বিরাট প্রলোভনে পা দেননি। তাঁর লক্ষ্য যেন ছিল আরও বড়। বিরাটের রবিবাসরীয় সেঞ্চুরি তাই চিনা এলইডি আলোর চমক নয়, হয়ে রইল হাজার মোমবাতির আলোর স্নিগ্ধতা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ভারত তুলল ৩২৬/৫। বিরাটের ১০১ রানের সাধক-সম ইনিংসের পাশে অবশ্য শ্রেয়সের ৭৭, সূর্যকুমারের ১৪ বলে ২২ ক্যামিও বা রবীন্দ্র জাডেজার ১৫ বলে ২৯ রানের ঝড়ও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াল। ভারতকে পৌঁছে দিল রানের পাহাড়ে। এরপর রান তাড়া করতে নেমে ৮৩ রানে আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ২টো করে উইকেট নেন শামি, কুলদীপ। একটি উইকেট নেন সিরাজ।

(Feed Source: abplive.com)