গােটা টুর্নামেন্টে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে রোহিত, নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবিনি কিছু: দ্রাবিড়

গােটা টুর্নামেন্টে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে রোহিত, নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবিনি কিছু: দ্রাবিড়

আমদাবাদ: ২০০৩ সালে ক্রিকেটার হিসেবে খেলতে নেমেছিলেন। আর আজ কোচ হিসেবে ড্রেসিংরুমে উপস্থিত ছিলেন। ২ বারই বিশ্বকাপের মঞ্চ। তবে কোনওবারই তাঁর ভাগ্যে বিশ্বকাপ জয় আর হল না। সেদিন রিকি পন্টিংয়ের (Ricky Ponting) অস্ট্রেলিয়া (Australia Cricet Team) ছিল। আজ প্যাট কামিন্সের (Pat Cummins) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারতে হল। কোচ হিসেবে গত বছরে দলটাকে তিলে তিলে গড়ে তুলেছিলেন। গোটা বিশ্বকাপে এই একটি ম্য়াচ ছাড়া আর কোনও ম্যাচে হারেনি ভারতীয় দল। কিন্তু শেষ পর্যন্ত তীরে এসে তরী ডুবল। ম্য়াচ হারের পর সাংবাদিক বৈঠকে এসে রোহিত শর্মার নেতৃত্বের প্রশংসা ঝড়ে পড়ল দ্রাবিড়ের গলায়।

ম্য়াচ শেষে দ্রাবিড় বলেন, ”রোহিত শর্মা দুর্দান্ত একজন অধিনায়ক। এই দলটা গড়ে তোলা ও দলটার সাফল্যের পেছনে ওর অনেক বড় অবদান রয়েছে। নিজের সর্বস্ব দিয়ে অধিনায়ক হিসেবে দলটার পাশে দাঁড়িয়েছিল। সব বৈঠকে নিজের মতামত দেওয়ার চেষ্টা করত। সামনে থেকে নেতৃত্ব দিয়েছে গোটা টুর্নামেন্টে।” ম্যাচ হার নিয়ে দ্রাবিড় বলেন, ”আমরা গোটা টুর্নামেন্টে দারুণ খেলেছি। শুধু একটি ম্যাচেই বাজে খেলার খেসারত দিতে হল আমাদের। অস্ট্রেলিয়া দারুণ ব্যাটিং করেছে। বিশেষ করে ট্রাভিস হেডের নাম বলতেই হবে।” কোচ হিসেবে কী পরের বিশ্বকাপ পর্যন্ত থাকবেন? দ্রাবিড় বলছেন, ”আমি এই নিয়ে এখনও কিছু ভাবিনি। সত্যি বলতে এখন এই সব নিয়ে ভাবতে চাই না। আগেও এই নিয়ে বেশি ভাবিনি। নিজে পুরো ফোকাস এই বিশ্বকাপে রাখতে চেয়েছিলাম। সময় যখন পাব, তখন ভাবব এই নিয়ে।”

হারের পর ভারত অধিনায়ক রোহিত শর্মা স্বীকার করে নিলেন যে অস্ট্রেলিয়া যোগ্য দল হিসেবেই চ্যাম্পিয়ন হয়েছে। এমনকী ভারতীয় দল যে কোনও বিভাগেই অজিদের টেক্কা দিতে পারেনি এই ম্যাচে। রোহিত বলেন, ”ফলাফল আমাদের জন্য একদমই সুখকর হল না। আমরা একদমই ভাল খেলতে পারিনি এই ম্যাচে। আমরা চেষ্টা করেছিলাম। কিন্তু তা যথেষ্ট ছিল না। আরও ২০-৩০ রান বেশি হলে হয়ত ভাল হত। রাহুল ও বিরাটের একটা দুর্দান্ত পার্টনারশিপ হয়েছিল। আমরা ২৭০-২৮০ রান বোর্ডে তুলতে চেয়েছিলাম। ২৪০ রান যদি ডিফেন্ড করতে হয়, তবে হেড ও লাবুশেনের উইকেট পেতে হবে। হেড একাই ম্যাচটা আমাদের থেকে কেড়ে নিল। তবে আমার মনে হয় ফ্লাডলাইটে ব্য়াটারদের জন্য কিছুটা সহজ হয়েছিল খেলা। তবে কোনও অজুহাত দিতে চাই না। আমরা পর্যাপ্ত রান বোর্ডে তুলতে পারিনি।”

(Feed Source: abplive.com)