ক্রিকেটে সরকারের পদক্ষেপ, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করল আইসিসি

ক্রিকেটে সরকারের পদক্ষেপ, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করল আইসিসি
দুবাই : বিশ্বকাপের (World Cup 2023) মাঝে নজিরবিহীন ঘটনা। ক্রিকেটীয় কাজকর্মে সরকারের পদক্ষেপের জেরে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করল আইসিসি। বিশ্ব ক্রিকেটের সর্বময় নিয়ামক সংস্থার তরফে এক বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ভারতের কাছে ৩০২ রানে হারের পরই গোটা শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডকে সরিয়ে দিয়েছিলেন সেদেশের ক্রীড়ামন্ত্রী। যদিও শ্রীলঙ্কার আদালতে কয়েকদিনের মধ্যে ফের তাঁদের পদ-রক্ষা হয়। যদিও শ্রীলঙ্কার সরকার সেখানেই না থেমে সেদেশের সংসদে ক্রিকেট বোর্ডকে সরানোর জন্য আইন আনার পথেও হাঁটে। যে প্রক্রিয়া ও ক্রিকেট ঘিরে দেশের সর্বোচ্চ মহলের হস্তক্ষেপের জেরে কড়া সিদ্ধান্তের পথেই হাঁটল আইসিসি (ICC)।

বরখাস্ত করার মাঝে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (Sri Lanka Cricket Board) তথা সেদেশের ক্রিকেটারদের ঠিক কীরকম ও কতটা ভোগান্তি পোহাতে হতে চলেছে, সেটা এই মুহূর্তে সম্পূর্ণ স্পষ্ট নয়। আইসিসি-র তরফে বরখাস্ত করার ভিত্তিতে কী পদক্ষেপ নেওয়া হবে, সেটা জানানো হবে বলেই খবর বিশ্ব ক্রিকেটের সর্বসময় নিয়ামক সংস্থার তরফে।

প্রসঙ্গত, চলতি বিশ্বকাপে খুব খারাপ ছন্দে রয়েছে শ্রীলঙ্কা। গ্রুপপর্বের ৯ টি ম্যাচের মধ্যে ৭ টিতেই হেরেছে তাঁরা। মাত্র ২ টি ম্যাচে জিততে সক্ষম হয়েছে ১৯৯৬ সালের ক্রিকেট বিশ্বচ্যাম্পিয়নরা। মাত্র ৪ পয়েন্ট নিয়ে গ্রপপর্বের ১০ দেশের লড়াইয়ে ন’নম্বরে থেকে অভিযান শেষ করেছে তারা। যার জেরে ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) থেকেও ছিটকে গিয়েছে তাঁরা। এই অবস্থায় মাঠের টালমাটাল পরিস্থিতির সঙ্গে যোগ হল মাঠের বাইরের পরিস্থিতিও।

ঘটনাক্রমের সূত্রপাত হয় ভারতের বিরুদ্ধে ম্যাচের পর। যে ওয়াংখেড়ে ২০১১ সালে বিশ্বকাপের ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল তারা, সেখানেই ৩০২ রানের রেকর্ড ব্যবধানে লজ্জার হারের মুখে পড়তে হয় লঙ্কান ক্রিকেটারদের। যে হারের পরই শ্রীলঙ্কার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে কার্যত সমালোচনার স্রোত বয়ে যেতে শুরু করেছিল লঙ্কান ক্রিকেট ভক্তদের মধ্যে। যার পরই সেদেশের সরকার হস্তক্ষেপ করে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড ভেঙে দেওয়ার ক্ষেত্রে। যারপর চলতে থাকা গোটা পরিস্থিতির মাঝে এবার শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডকেই বরখাস্ত করল আইসিসি।

(Feed Source: abplive.com)