
ক্লাব হাউস বিল্ডিংয়ের বাইরে ইডেনের মুখ্য প্রবেশদ্বারের ঠিক ওপরে যে স্মরণীয় মুহূর্তগুলো ধরা রয়েছে, সেখানেই এবার স্থান পেল বিরাট কোহলির ঐতিহাসিক শতরানের ঠিক পরের মুহূর্তের ছবিটি। যে পোস্টারটি বসানো হয়েছে একেবারে সচিন তেন্ডুলকারের (Sachin Tendulkar) ছবির পাশে। প্রসঙ্গত, যে মাঠে ওডিআই কেরিয়ারের প্রথম শতরান হাঁকিয়েছিলেন কোহলি, সেই ইডেন গার্ডেন্সেই ইতিহাসের পাতায় নাম তুলেছেন ভারতীয় ব্যাটার। সেই নজিরকেই কুর্নিশ জানিয়ে ইডেন গার্ডেন্সের প্রবেশপথের মুখে ক্লাব হাউস বিল্ডিংয়ের গায়ে বসল বিরাটের শতরানের পরের মুহূর্তের পোস্টার।
প্রসঙ্গত, ইডেন গার্ডেন্সের ক্লাব হাউসের বাইরে বসানো রয়েছে ক্রিকেটের একাধিক ঐতিহাসিক মুহূর্তের ছবি। ১৯৮৩ সালে ভারতের প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ জেতার পর কপিল দেবের হাতে ধরা কাপ থেকে ভিভিএস লক্ষ্মণ-রাহুল দ্রাবিড়ের ইডেনে ভারতকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মহাকাব্যিক টেস্ট জেতানো, সেই তালিকাতেই সংযোজিত হয়েছে বিরাটের ৪৯তম ওডিআই শতরানের মুহূর্তের ছবিও।
চলতি বিশ্বকাপের মঞ্চে এখনও পর্যন্ত জোড়া শতরান হাঁকিয়ে ফেলেছেন বিরাট কোহলি। ভারতের হয়ে ৮ ম্যাচে ২ শতরানের সঙ্গে রয়েছে ৪ টি অর্ধশতরানও। সবমিলিয়ে এখনও পর্যন্ত ৮ ম্যাচে ৫৪৩ রান করে ফেলেছেন তিনি। চলতি বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় এই মুহূর্তে বিরাট কোহলি রয়েছেন তিন নম্বরে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে গ্রুপপর্বের শেষ ম্যাচে তাঁর কাছে সুযোগ রয়েছে সবাইকে টপকে শীর্ষে পৌঁছে যাওয়ার।
পাশাপাশি ৪৯ তম ওডিআই শতরান হাঁকানোর পর ভারতীয় ক্রিকেটপ্রেমীরা তাকিয়ে রয়েছেন চলতি বিশ্বকাপেই একদিনের ক্রিকেটে সেঞ্চুরির হাফসেঞ্চুরি বিরাট পূর্ণ করে ফেলেন কি না, সেদিকেও। সেক্ষেত্রে সচিন তেন্ডুলকারকে টপকে সর্বাধিক ওডিআই শতরানের একচ্ছত্র মালিক হয়ে যাবেন বিরাট কোহলি।
(Feed Source: abplive.com)