বিশ্বকাপের সর্বোচ্চ রান দখলে, শ্রীলঙ্কার বিরুদ্ধে রেকর্ডের ফুলঝুরি প্রোটিয়া বাহিনীর

বিশ্বকাপের সর্বোচ্চ রান দখলে, শ্রীলঙ্কার বিরুদ্ধে রেকর্ডের ফুলঝুরি প্রোটিয়া বাহিনীর

নয়াদিল্লি: বিশ্বকাপের (ODI World Cup 2023) তৃতীয় দিনেই রেকর্ড। শ্রীলঙ্কার (SL vs SA) বিরুদ্ধে ম্যাচে ব্যাট করতে নেমে পাহাড়প্রমাণ রান বোর্ডে তুলল দক্ষিণ আফ্রিকা (South Africa)। একই সঙ্গে রেকর্ডবুকেও জায়গা করে নিল প্রোটিয়া বাহিনী। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৪২৮ রান বোর্ডে তুলল তেম্বা বাভুমার (Temba Bavuma) দল। তিন ব্য়াটার শতরান হাঁকালেন।  বিশ্বকাপের ইতিহাসে এতদিন দলীয় সর্বােচ্চ স্কোর ছিল অস্ট্রেলিয়ার। ২০১৫ সালে আফগানিস্তানের বিরুদ্ধে ৪১৭ রান করেছিল অজি ব্রিগেড। এবার সেই রানও টপকে গেল দক্ষিণ আফ্রিকা। রেকর্ড এখন তাঁদের দখলে।

এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমেছিলেন দক্ষিণ আফ্রিকার ২ ওপেনার কুইন্টন ডি কক ও তেম্বা বাভুমা। বাভুমা মাত্র ৮ রান করে ফিরলেও ডি কক ছিলেন চেনা ছন্দে। রাসি ভান ডার ডুসেনের সঙ্গে জুটি বাঁধেন তিনি। দু জনেই শতরান হাঁকান। এরপর সেই তালিকায় যোগ দেন মারক্রামও। ৮৪ বলে ১০০ রান করেন ডি কক। ডুসেন ১১০ বলে ১০৮ রান করেন। আর মারক্রাম আউট যখন হলেন তখন তাঁর নামের পাশে জ্বলজ্বল করছে ৫৪ বলে ১০৬ রান। নিজের ইনিংসে ৩টি ছক্কা ও ১৪টি বাউন্ডারি হাঁকিয়েছিলেন মারক্রাম।  বিশ্বকাপের ৪৮ বছরের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি হাঁকানোর নজির গড়লেন ডানহাতি এই ব্যাটার। মাত্র ৪৯ বলে শতরান পূরণ করেন মারক্রাম। এর আগে ২০১১ বিশ্বকাপে আয়ারল্যান্ডের কেভিন ও ব্রায়েন ৫০ বলে সেঞ্চুরি পূরণ করেছিলেন। এদিন তাঁর রেকর্ড টপকে গেলেন মারক্রাম। এদিন শ্রীলঙ্কার বোলারদের রীতিমত ক্লাবস্তলে নামিয়ে আনেন প্রোটিয়া ব্যাটাররা। নয়াদিল্লির ছোট মাঠকে একেবারে যথযথ কাজে লাগান ডুসেনরা। দিলশন মধুশনাকা ২ উইকেট নিলেও নিজের ১০ ওভারে ৮৬ রান খরচ করেন। ১০ ওভারে কসুন রজিথা ৯০ রান খরচ করে ১ উইকেট নেন মাত্র। মাথিসা পাথিরানা মাত্র ১ উইকেট নেন ১০ ওভারে ৯৫ রান খরচ করে।

এশিয়া কাপের ফাইনালে ভারতের বিরুদ্ধে লজ্জার হারের পর থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি শ্রীলঙ্কা শিবির এখনও। ওয়ার্ম আপ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধেও হারতে হয়েছিল দাসুন শনাকার দলকে। এদিন ব্যাট হাতে নেমে কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারেন কুশল মেন্ডিস, করুণারত্নেরা, তা দেখার।

(Feed Source: abplive.com)