‘ভারত কালো জাদু করে জিতছে…’, পাকিস্তানি টিমের নজর লেগেছে, দাবি পাক অভিনেত্রীর

‘ভারত কালো জাদু করে জিতছে…’, পাকিস্তানি টিমের নজর লেগেছে, দাবি পাক অভিনেত্রীর

সবাই এখন বিশ্বকাপের জ্বরে আক্রান্ত। এবারের আইসিসি ওয়ার্ল্ড কাপের আসর বসেছে এদেশেই। আর এবার পর পর ৮টা ম্যাচে টানা জয়লাভ করেছে রোহিত শর্মার টিম। বলা ভালো, শেষ তিনটি খেলায় ভারতীয় টিম যে কতটা ক্ষুরধার সেটা প্রমাণিত হয়েছে। কিন্তু এই জয় নাকি ভারতীয় খেলোয়াড়দের চেষ্টা, অধ্যবসায়ের জন্য আসেনি। বরং কালো জাদু করেই নাকি বিরাট কোহলিরা জিতেছেন। এমনটাই দাবি করলেন দুই পাকিস্তানি অভিনেতা।

ভারতের জয় নিয়ে কী বলছেন পাকিস্তানি অভিনেতারা?

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো বর্তমানে দারুণ ভাইরাল হয়েছে। সেখানে দুই পাকিস্তানি অভিনেতাকে কথা বলতে শোনা যাচ্ছে। কমেডিয়ান তথা অভিনেতা আহমেদ আলি বাটের সঙ্গে অভিনেত্রী তথা জনপ্রিয় টিকটকার হারিম শাহকে একটি আলোচনায় বসে কথা বলতে দেখা যাচ্ছে। সেখানে আহমেদ হারিমকে বলেন, ‘তার মানে বলতে চাইছেন ক্রিকেটের উপর কিছু একটা করা হয়েছে?’ উত্তরে অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ, দেখুন ওরা কালো জাদু করে জিতেছে, নিজেরা চেষ্টা করুক বা কালো জাদু করুক মোদ্দা কথা জেতার জন্য ওরা সব কিছু করেছে। ওরা সব জিনিসের ক্ষমতাকে ব্যবহার করেছে। ভারতীয়রা সব থেকে বেশি এসবে বিশ্বাস করে। কুণ্ডলি মেলানো বা এসব আর কী।’ আহমেদ যখন জিজ্ঞেস করেন যে ‘আপনি কি এসবে বিশ্বাস করেন?’ উত্তরে হারিম বলেন, ‘হ্যাঁ একদম। ওরা আপনাকে হিপনোটাইজ করতে পারে। আপনার মস্তিষ্কের সঙ্গে খেলতে পারে। এসব করতে ওরা ভীষণ ওস্তাদ। আমার অনেক ভারতীয় বন্ধু আছে, তাই আমি এসব জানি।’

আহমেদ তখন তাঁর কথায় সম্মতি দিয়ে জানান, ‘আমি নজর লাগার ব্যাপারে বিশ্বাসী। আমি জানি আমাদের পাকিস্তানি টিম যখন ওখানে গিয়েছে তখন ওদের নজর লাগানো হয়েছে। ওখানকার লোকজন যখন বাবর, শাহীনকে দেখল তখনই ওদের নজর লেগেছে।’

কী বলছে নেটপাড়া?

তাঁদের এমন অদ্ভুত দাবি এবং যুক্তি শুনে হেসে খুন নেটপাড়া। একজন এই ভিডিয়ো শেয়ার করে লেখেন, ‘পাকিস্তানের দুজন বোদ্ধা প্রাণে মনে বিশ্বাস করে যে পাকিস্তানি টিমের উপর কালো জাদু করা হয়েছে। বাবর আজম এবং শাহীন আফ্রিদির উপর ‘এন্ডিয়ানস’দের নজর লেগে গেছে।’ এক ব্যক্তি এই পোস্টে কমেন্ট করে লেখেন, ‘কিন্তু নজর তো ভালো জিনিসে লাগে, পাকিস্তানি টিম কি….?’ ‘বাজে বকার একটা লিমিট থাকে ভাই’ মন্তব্য আরেকজনের। কেউ আবার লেখেন, ‘এঁরা বোদ্ধা? এঁরা আদতে কমেডিয়ান। বাজে বকার কমেডিয়ান।’

(Feed Source: hindustantimes.com