India vs South Africa 2nd Test 2025: গুয়াহাটির বিপর্যয়ে ডুবল ভারত, ডাগআউটে গম্ভীর কি মুখ ঢাকলেন?
জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনেই কার্যত ম্যাচ এবং সিরিজ খোয়ানোর মুখে টিম ইন্ডিয়া। গুয়াহাটির বারসাপারা স্টেডিয়ামে ব্যাটারদের সম্মিলিত ‘আত্মহত্যার’ সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের ৪৪৯ রানের জবাবে মাত্র ২০১ রানে গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস। স্কোরবোর্ডে ৯৫/১ থেকে ১২২/৭— এই ধস নামার পর ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরের দিকেই উঠেছে আঙুল। ডাগআউটে তিনি অসহায়ভাবে এই ‘মস্তিষ্কের ব্যর্থতা’ দেখতে বাধ্য হয়েছেন। ধ্বংসের গল্প: রবিবার সকালে শুভ সূচনা করেছিলেন ওপেনাররা। কিন্তু, ৬২ রানের মাথায়…










