‘অনেক কিছু বদলেছে’, এশিয়া কাপের আগে পাকিস্তানকে আগাম সতর্কবার্তা অধিনায়ক রোহিতের

‘অনেক কিছু বদলেছে’, এশিয়া কাপের আগে পাকিস্তানকে আগাম সতর্কবার্তা অধিনায়ক রোহিতের

মুম্বই: বর্তমানে ভারত-পাকিস্তানের (IND vs PAK) দ্বিপাক্ষিক সিরিজ হয় না। বিভিন্ন টুর্নামেন্টেই একে অপরের মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী। তাই ম্যাচের বহু আগেই এই ম্যাচ ঘিরে দর্শকদের মধ্য়ে উন্মাদনা বাড়তে থাকে, উত্তেজনার পারদও চড়ে। সামনেই আসছে এশিয়া কাপ (Asia Cup 2022_। সেখানে এক, দুই নয়, তিনবার ভারত-পাকিস্তান একে অপরের মুখোমুখি গ্রুপ পর্ব, সম্ভবত সুপার ফোর এবং ফাইনাল) হতে পারে, তাই স্বাভাবিকভাবেই দর্শকরা অধীর আগ্রহে এশিয়া কাপের অপেক্ষায় রয়েছেন।

 ভারত-পাক গত সাক্ষাৎকার

এ বছরের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় ২০ ওভারের ফর্ম্যাটেই এশিয়া কাপ খেলা হবে। গত বছর আসন্ন এশিয়া কাপের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে আমিরশাহিতেই মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। এবারও একই জায়গায় খেলা হবে। সেই ম্যাচে ১০ উইকেটে পর্যদুস্ত হতে হয়েছিল ভারতীয় দলকে। তবে সেই সময় থেকে বিগত বছরখানেকে অনেক কিছুই বদলে গিয়েছে মত রোহিত শর্মার (Rohit Sharma)। তবে ৪০ ডিগ্রির তপ্ত গরমে খেলাটা মানিয়ে নেওয়াই সবথেকে কঠিন চ্যালেঞ্জ। পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে হবে বলেই মনে করছেন রোহিত।

ভারতীয় অধিনায়ক বলেন, ‘গত বছরও দুবাইতেই আমরা পাকিস্তানের বিরুদ্ধে খেলেছিলাম, যার ফলাফল আমাদের পক্ষে যাইনি। তবে এশিয়া কাপ ভিন্ন প্রতিযোগিতা। বর্তমানে দল ভিন্নভাবে খেলে এবং তার জন্য প্রস্তুতিও ভিন্নভাবে নিচ্ছে। অনেক কিছু বদেলেছে। আমাদের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হল পরিবেশ ও পরিস্থিতিতিটা ঠিকভাবে উপলব্ধ। ৪০ ডিগ্রিতে খেলতে হবে। তাই সব বুঝে শুনেই আমাদের প্রস্তুত হতে হবে।’

ভারত-পাকিস্তান ম্যাচের প্রস্তুতি

তবে পাকিস্তানের বিরুদ্ধে খেলা বলে আলাদা কোনও প্রস্তুতি নয়, বরং নিয়মিত প্রক্রিয়ার ওপরই জোর দেওয়ার কথা বলেন রোহিত। ‘আমি বরাবর বলে এসেছি যে আমরা প্রতিপক্ষ কে, তা বিচার না করে নিজেদের সাধারণ খেলা খেলব। আমরা ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ডের বিরুদ্ধেও তো খেললাম এবং কোনওক্ষেত্রেই প্রতিপক্ষ কে, তাই নিয়ে আলাদাভাবে মাথা ঘামায়নি। বরং, আমরা দলগতভাবে কী করতে চাই, সেদিকেই গুরুত্ব দিয়েছি। এশিয়া কাপেও তেমনভাবেই আমাদের লক্ষ্য থাকবে দলগতভাবে আমরা কী পেতে পারি না পারির দিকে। বাংলাদেশ, পাকিস্তান না শ্রীলঙ্কা, কাদের বিরুদ্ধে খেলছি, সেই নিয়ে বাড়তি চিন্তাভাবনা করছি না।’ দাবি রোহিতের।