Cannibalism: ‘ওরা হাত-পা কেটে কেটে খেত!’ খনিতে আটকে পড়ে খিদে মেটাত মানুষের মাংস খেয়ে…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: খনিতে আটকে পড়েছিলেন একদল মাইনার্স। দিন কাটছিল উপোস করে না খেয়ে। শেষে খিদের জ্বালায় আরশোলা ধরে খায় তারা। খায় মানুষের মাংসও! সঙ্গী মাইনার্সের দেহাংশ খায় আরেক খনিকর্মী! ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকায়। উদ্ধার করা হয়েছে ২৪৬ জন মাইনার্সকে। একইসঙ্গে উদ্ধার করা হয়েছে ৭৮টি দেহও। দক্ষিণ আফ্রিকার পরিত্যক্ত বাফেলসফনটেইন সোনার খনি থেকে উদ্ধার করা হয় তাঁদের। বেআইনিভাবেই খনিতেই নেমেছিল ওই মাইনার্সদের দল। তারপর আটকে পড়ে। দীর্ঘদিন না খেতে পেয়ে, শেষে খিদের তাড়নায় মৃত সঙ্গীদের দেহাংশ-ই খেতে…

