Coronavirus New Strain: যত বুস্টার ডোজই নিন, কাজ করবে না ভ্যাকসিন! কোভিডের ভয়ংকর সংক্রামক নয়া স্ট্রেইনে আতঙ্কে চিকিৎসকরা…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: করোনা (Coronavirus) যেন ভয়ের আরেক নাম। কারণ সম্প্রতি এক গবেষণায় জানা গিয়েছে, কোভিডের (Covid) নয়া সংক্রামক স্ট্রেইন দমাতে টিকাও ফেল করবে। মার্কিন মুলুক জুড়ে ছড়িয়ে পড়া এই নতুন প্রজাতিটির নাম ‘স্ট্রেটাস’ (Stratus), যা মূলত গলা ভেঙে যাওয়ার মতো কণ্ঠস্বর তৈরি করে। এমনটা আগের কোনও প্রজাতিতে দেখা যায়নি। যুক্তরাজ্যের স্বাস্থ্য সুরক্ষা সংস্থা জানিয়েছে, বর্তমানে ইংল্যান্ডে কোভিড-১৯-এর সংক্রমণের প্রায় ৩০ শতাংশের জন্য দায়ী দুটি SARS-CoV-2 ভ্যারিয়েন্ট, যা হল XFG ও XFG.3। বিশেষজ্ঞদের মতে, এর মধ্যে XFG.3-ই সবচেয়ে…









