শাংহাইয়ের ৭০ শতাংশ নাগরিকই করোনা আক্রান্ত, চিনে শাসকদলের মুখপত্রে স্বীকার চিকিৎসকের
শাংহাই: তথ্য গোপন করার অভিযোগ উঠছে আগেই (COVID in China)। তার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার (World Health Organisation) কাছে জবাবদিহির মুখেও পড়তে হয়েছে তাদের। সেই আবহেই এ বার চিনের করোনা পরিস্থিতি নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন সেখানকারই এক চিকিৎসক। জানালেন, শাংহাই শহরের ৭০ শতাংশ নাগরিকই করোনায় আক্রান্ত হয়ে পড়েছেন (China Pandemic)। চিনের করোনা পরিস্থিতি নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন সেখানকারই এক চিকিৎসক শাংহাইয়ের (Shanghai) অন্যতম সেরা হাসপাতালের চিকিৎসক চিনেরই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমন তথ্য দিয়েছেন। শাংহাইয়ের রুইজিং হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট চেং…