উহানের ছবি দেখিয়েছিলেন বিশ্বকে, চিনে ফের জেল মহিলা সাংবাদিকের, করোনার পর্দাফাঁস করায় শাস্তি?
নয়াদিল্লি: নোভেল করোনাভাইরাসের খবর সামনে এনেছিলেন। ফের জেল হল চিনের সেই মহিলা সাংবাদিক Zhang Zhan-এর। বিনা প্ররোচনায় ঝুট-ঝামেলায় জড়ানোর অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। আর সেই অভিযোগে ফের চার বছর কারাবাসের সাজা শোনানো হল তাঁকে। আগেই চার বছর জেল হেফাজতে কাটিয়ে ফেলেছেন Zhang. (Zhang Zhan Jailed in China) ২০২০ সালের গোড়ায় চিনে করোনার প্রকোপের খবর প্রথম সামনে আনেন ৪২ বছরের Zhang. সেই সময় COVID-19 ভাইরাসের ভরকেন্দ্র, উহান থেকে প্রতি মুহূর্তের খবর তুলে ধরছিলেন তিনি। ২০২০ সালের ডিসেম্বর মাসে Zhang-কে জেলে…






