Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
ক্ষমতায় ফিরেই চিনের সঙ্গে হিসেবনিকেশের পথে ট্রাম্প? COVID নিয়ে গোপন ফাইল প্রকাশ করল CIA
ক্ষমতায় ফিরেই চিনের সঙ্গে হিসেবনিকেশের পথে ট্রাম্প? COVID নিয়ে গোপন ফাইল প্রকাশ করল CIA

ওয়াশিংটন: নোভেল করোনা ভাইরাসের উৎপত্তি নিয়ে এবার অবস্থান পাল্টে ফেলল আমেরিকার জাতীয় গোয়েন্দা সংস্থা CIA. পশুপাখিদের মাধ্যমে সংক্রমণ ছড়ায় বলে এর আগে জানিয়েছিল তারা। কিন্তু শনিবার প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, চিনের ল্যাবরেটরি থেকে কোনও রকমে ওই ভাইরাস ছড়িয়ে থাকতে পারে। নতুন কোনও অনুসন্ধানের রিপোর্ট নয়, বরং জো বাইডেন সরকারের প্রাক্তন CIA ডিরেক্টরের নির্দেশে তৈরি পুরনো একটি রিপোর্ট সামনে আনা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প CIA-র প্রধান হিসেবে জন ব়্যাটক্লিফকে নিযুক্ত করেছেন। তাঁর নির্দেশেই ‘গোপন’ রিপোর্টটি প্রকাশ করেছেন। (US COVID-19 Report) ওই…

Read More