ডেল্টার মতোই শক্তিশালী! কমপক্ষে ৩০ বার চরিত্রবদল, ছয় দেশে করোনার নয়া রূপের সন্ধান মিলল

ডেল্টার মতোই শক্তিশালী! কমপক্ষে ৩০ বার চরিত্রবদল, ছয় দেশে করোনার নয়া রূপের সন্ধান মিলল
নয়াদিল্লি: বেশ খানিকটা সময় পেরিয়ে গেলেও, অতিমারির ভয়াবহতা এখনও কাটেনি। তার মধ্যেই নোভেল করোনাভাইরাসের নিত্য-নতুন রূপের কথা সামনে আসছে। এবার BA.2.86 নামের করোনার নয়া রূপের সন্ধান মিলল, সংক্ষেপে যাকে Pirola বলছেন গবেষকরা। Yale Medicine Report-এর প্রকাশিত গবেষণাপত্র অনুযায়ী, বিশ্বের একাধিক দেশে ইতিমধ্যেই করোনার Pirola রূপের সন্ধান মিলেছে। (New COVID Variant)

ঠিক কতটা সংক্রামক করোনার এই Pirola রূপ, এখনও পর্যন্ত সেই সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায়নি। তবে করোনার আগের যে কয়েকটি রূপ সামনে এসেছে, তার থেকে যদি সামান্য মাত্রায়ও বেশি সংক্রামক হয় Pirola, তাহলে উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে বলে মনে করছেন গবেষকরা। তাই সময় থাকতে যথেষ্ট সাবধানতা অবলম্বন করা উচিত বলে মত তাঁদের। (COVID Pirola Strain)

Yale Medicine Report-এর প্রকাশিত গবেষণাপত্র অনুযায়ী, করোনার ওমিক্রনের XBB.1.5 রূপের সঙ্গেও যদি তুলনা করা হয়, সেই নিরিখেও Pirola-র স্পাইক প্রোটিন কমপক্ষে ৩০ বার চরিত্র বদল করেছে। XBB.1.5 এর আগে আমেরিকায় দাপট দেখিয়েছে। তাই করোনার Pirola রূপকে ঘিরেও উদ্বেগ দেখা দিয়েছে ইতিমধ্যেই।

এখনও পর্যন্ত আমেরিকা, ব্রিটেন-সহ বেশ কিছু দেশে করোনার Pirola রূপ থেকে সংক্রমণ ধরা পড়েছে। Yale Medicine-এর সংক্রামক রোগ বিশেষজ্ঞ স্কটচ রবার্টস জানিয়েছেন, এত বার চরিত্র বদল হয়েছে যে, বিষয়টি সকলকেই ভাবিয়ে তুলেছে। ২০২১ সালের শীতে করোনার ডেল্টা রূপের ক্ষেত্রেও এমন বারং বার চরিত্রবদলের প্রমাণ মেলে। ডেল্টা গোটা বিশ্ব জুড়ে দাপট দেখিয়েছিল। তাই Pirola-ও চিন্তা জাগাচ্ছে।

স্কট জানিয়েছেন, শ্বাসযন্ত্রে থাবা বসায় যে সমস্ত ভাইরাস, এক থেকে অন্য ব্যক্তির শরীরে ছড়ায় সেগুলি। সময়ের সঙ্গে চরিত্রও বদল করে। কিন্তু করোনার ডেল্টা থেকে ওমিক্রন পর্যন্ত যেমন পরিবর্তন চোখে পড়েছিল, এবারও তেমনই ইঙ্গিত মিলছে। এখনও পর্যন্ত কমপক্ষে ছ’টি দেশে Pirola-র সংক্রমণ ধরা পড়েছে। রোগীদের পরস্পরের মধ্যে কোনও সংযোগ ধরা পড়েনি। তাই করোনা পুরোপুরি নির্মূল হওয়া তো দূর, বরং চরিত্র বদল করে, শক্তি বাড়িয়ে আবারও ভয়াবহ আকার ধারণ করে ফিরতে পারে বলে আশঙ্কা দেখা দিয়ে এসেছে। এই মুহূর্তে করোনা পরীক্ষা নিয়েও আগের মতো বিধি-নিষেধ নেই, যা আরও ভয় ধরাচ্ছে।

এখনও পর্যন্ত Pirola রূপে আক্রান্ত হয়ে কেউ মারা গিয়েছেন বলে খবর নেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে। গত সপ্তাহে ইউরোপে এক বৃদ্ধের শরীরে Pirola সংক্রমণ পাওয়া যায়। কয়েক সপ্তাহ আগে আমেরিকায় নতুন করে করোনা রোগীর সংখ্যা বাড়ছিল। তবে তার নেপথ্যে ছিল করোনার এরিস রূপ।

(Feed Source: abplive.com)