China Drought: তীব্র খরা চিনে! শুকিয়ে যাচ্ছে নদী, জারি ইয়েলো অ্যালার্ট
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আবহাওয়া বড়ই বিচিত্র। কোথাও প্লাবন, কোথাও খরা। কোথাও ভয়াবহ তাপমাত্রা, কোথাও নাগাড়ে বর্ষা। আর সে সবের জেরে বিপর্যস্ত জনজীবন। সম্প্রতি চিনে খরার পরিস্থিতি তৈরি হয়েছে। চিনের ইয়াংসি নদী-উপত্যকা ঘিরে তীব্র দাবদাহ ও তার জেরে খরা চলছে। এর জেরে অনেক জায়গায় তৈরি হয়েছে দাবানল। চিন সরকারের পক্ষ থেকে এজন্য খাদ্যশস্য রক্ষায় বিশেষ দল মোতায়েন করা হয়েছে। এই পরিস্থিতিতে চিনে এই প্রথম জাতীয় খরা সতর্কতাও ঘোষণা করা হল। বৃহস্পতিবার সেখানে ‘ইয়েলো অ্যালার্ট’ বা হলুদ সতর্কতা জারি…