হরিয়ানায় এশিয়ার বৃহত্তম 20 MWp সোলার প্ল্যান্ট স্থাপন Maruti Suzuki-র
পরিবেশ দিবসের প্রাক্কালে নয়া দৃষ্টান্ত মারুতি সুজুকির। হরিয়ানার মানেসারে 20 MWp1 সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করল সংস্থা। এই বিদ্যুত কেন্দ্রের মাধ্যমে উত্পাদন ইউনিটে বার্ষিক 28,000 MWH2 শক্তির জোগান হবে। যা প্রায় ওই ইউনিটের প্রয়োজনীয় শক্তির অর্ধেকের কাছাকাছি। বার্ষিক কমপক্ষে ২০ হাজার টন CO2 নির্গমন হ্রাস করাই এই সম্প্রসারণের লক্ষ্য। সংস্থার এমডি এবং সিইও হিসাশি তাকুচি বলেন, সবুজ শক্তির ব্যবহার এখন যুগের প্রয়োজন। পূনর্বীকরণযোগ্য শক্তির ব্যবহারে ভারতকে এগিয়নে নিয়ে যেতে সরকারের দৃষ্টিভঙ্গির প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ২০১৪ সালে, মারুতি সুজুকি তার…