ছোট্ট অকায়ের সামনে রাখা বাটি ভর্তি আইসক্রিম!ছেলের মুখ দেখালেন নাকি অনুষ্কা?
বর্তমানে দুই সন্তান এবং ছেলেকে নিয়ে লন্ডনে রয়েছেন বিরাট কোহলি। এই বছরেই ফেব্রুয়ারি মাসে বিরাট এবং অনুষ্কার দ্বিতীয় সন্তান তথা তাঁদের ছেলে অকায় কোহলির জন্ম হয়েছে। আর এদিন বিদেশের মাটিতে বসে ছেলের প্রথম ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন পর্দার ‘ ঝুলন গোস্বামী ’। কী পোস্ট করেছেন অনুষ্কা শর্মা? অনুষ্কা শর্মা এদিন তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেন। না সেখানে অকায়ের মুখ দেখা যাচ্ছে না, তবে সেখানে দেখা যাচ্ছে বাটিতে করে একসঙ্গে বিভিন্ন শেপের অনেক ধরনের আইসক্রিম রাখা।…