Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
‘আমরা দৌড়াচ্ছি, আর পিছনে…’, স্কুল পালাতে গিয়ে কী হাল হয় ‘জগদ্ধাত্রী’ অঙ্কিতার?
‘আমরা দৌড়াচ্ছি, আর পিছনে…’, স্কুল পালাতে গিয়ে কী হাল হয় ‘জগদ্ধাত্রী’ অঙ্কিতার?

জগদ্ধাত্রী দিয়ে দর্শক মনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী অঙ্কিত মল্লিক। বর্তমানে চলতে থাকা সবচেয়ে পুরনো ধারাবাহিক হল এটি। শুধু তাই নয়, প্রায় আড়াই বছর পার করেও, এখনও টিআরপি তলিকায় উপরের দিকে থাকে এই মেগা। ধারাবাহিকে বেশ ডেয়ার ডেভিল অবতারে দেখা যাচ্ছে জগদ্ধাত্রী থুরি অঙ্কিতাকে। তবে জানেন কি, বাস্তবেও বেশ দুষ্টু ছিলেন অঙ্কিতা। একবার তো স্কুল থেকে পালাতে গিয়ে, ধরাও পড়েছিলেন। অঙ্কিতাই খোলসা করেন সে গল্প। এক সংবাদমাধ্যমে জানান, ‘আমরা বন্ধুরা মিলে, তিনজন মিলে, স্কুল থেকে বেরিয়েছিলাম সরস্বতীপুজোর নিমন্ত্রণ জানাতে।…

Read More